
শাইওরী চৌধুরীঃ
আসসালামু আলাইকুম,,
গত শবে মেরাজ উপলক্ষ,
অসহায় ছিন্নমূল ক্ষুধার্ত ভাসমান মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে, আমাদের প্রত্যাশা নামে মানবিক সংগঠনটি,,

খাবারের তালিকায় ছিল,, সাদাভাত,সবজি,গরুর মাংস,
এই সংগঠনটি সপ্তাহের অন্তত ৩ দিন করে রান্না করা খাবার বিতরণ করে থাকে, ঢাকার রাস্তায় পড়ে থাকা ভাসমান ছিন্নমূল শিশু থেকে বৃদ্ধ সকলের মাঝে,,খাবারের পাশাপাশি তারা পোশাক বিতরণ কর্মসূচি ও করে যাচ্ছে ধারাবাহিক ভাবে,,গতকালের আয়োজনটি ছিল অত্যন্ত সুশৃংখল খাবার টা তৃপ্তির সাথে ক্ষুধার্ত মানুষ এবং সর্বজনীন মানুষ খেয়েছে,,
রান্নার কাজটি তারা নিজেরাই করে থাকেন,,
গতকাল রান্না থেকে শুরু করে খাবার পরিবেশন পর্যন্ত তারা অনেক পরিশ্রম করেছেন,,
তাদের মধ্যে উপস্থিত ছিলেন, সোহেল, শামীম,মনি অধরা লাকী, অর্পনা,শাহনাজ শানু,কিরন,রাসেল, রাশেদ, মুক্তার হোসেন, বাবুল বিশ্বাস প্রমুখ