মসজিদে গিয়ে শেষ রক্ষা হলো না তিন ভাইয়ের, বোনদের আহাজারি

মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুরে বালু ব্যবসা নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে তিন ভাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতরা হলেন খোয়াজপুর টেকেরহাট গ্রামের আজিবর সরদারের ছেলে আতাউর সরদার ও সাইফুর সরদার এবং পলাশ সরদার (১৭)।
এই সময় নারীসহ আরো ৮ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর ও ঢাকায় পাঠানো হয়েছে। নিহতদের পরিবারের অভিযোগ, বালু ব্যবসা ও স্থানীয় আধিপত্য নিয়ে খোয়াজপুরের হাসেন সরদার, হোসেন সরদার ও শাজাহান মোল্লার লোকজন মিলে দেশীয় অস্ত্র-শস্ত্রসহ আতাউর সরদার ও সাইফুর সরদারের বাড়ি-ঘরে হামলা করে অগ্নিসংযোগ করে।
এই সময় তারা পালিয়ে গিয়ে মসজিদে আশ্রয় নেয়। পরে সেখান থেকে ধরে শরীরের অসংখ্য স্থানে কুপিয়ে খুন করে ফেলে রাখে। তাদের বাঁচাতে গেলে এই সময় নারীসহ আরো ৮ জন আহত হয়। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।