অপরাধঅব্যাবস্থাপনাআইন ও বিচারএক্সক্লুসিভজাতীয়বাংলাদেশ

অন্তঃসত্ত্বা নারীকে তিন দিন আটকে রেখে পালাক্রমে ধর্ষণ

নরসিংদীর মাধবদীতে অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে তিন দিন আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী তরুণী মাধবদী থানায় লিখিত অভিযোগ করেছেন।শনিবার (৮ মার্চ) বিকেলে মাধবদী থানা পুলিশ অভিযোগের পরিপ্রেক্ষিতে ইকবাল নামে একজনকে আটক করেছে।জানা গেছে, গত ১৯ ফেব্রুয়ারি থেকে ২১ তারিখ পর্যন্ত পাঁচদোনার একটি ভবনে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ করার অভিযোগ করেন ভুক্তভোগী গৃহবধূ।

পরে নরসিংদীর পাঁচদোনায় অভিযান চালিয়ে ইকবাল নামে একজনকে আটক করা হয়। ইকবাল পাঁচদোনা ইউনিয়নের আসমান্দীচর এলাকার বাসিন্দা।নরসিংদী মাধবদী থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, শনিবার দুপুরে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ করেন ওই গৃহবধূ। অভিযোগের পরিপ্রেক্ষিতে ইকবাল নামে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা ও আইনিপ্রক্রিয়া চলমান আছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button