ইসলাম ধর্ম
সূরা মাউন, মক্কী আয়াত- ৭, রুকু-১

পরম করুণাময় অতিশত দয়ালু আল্লার নামে
১। আপনি কি দেখেছেন তাকে, যে দ্বীনকে অস্বীকার করে?
২। সে তো ঐ ব্যক্তি, যে এতীমকে গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়,
৩৩। এবং মিসকীনকে খাদ্য দানে উৎসাহিত করে না।
৪। অতএব, দারুণ দুর্ভোগ ঐসব নামাজীর জন্য।
৫। যারা নিজেদের নামাজ সম্বন্ধে উল্লাসীন।
৬। যারা লোক দেখানোর জন্য তা করে,
৭। এবং নিত্য ব্যবহার্য জিনিস অন্যকে দিতে বিরত থাকে।