জলবায়ুগত পরিবর্তনশীল পরিস্থিতিতে ক্ষুদ্র উদ্যোক্তা কর্তৃক প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে

জলবায়ুগত পরিবর্তনশীল পরিস্থিতিতে ক্ষুদ্র উদ্যোক্তা কর্তৃক পরিবেশ সম্মতভাবে শুঁটকি উৎপাদন ও বাজারজাতকরণ, শুঁটকির স্থানীয়, দেশীয় ও আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ, জলবায়ুগত পরিবর্তনশীল পরিস্থিতিতে ক্ষুদ্র উদ্যোক্তা কর্তৃক পরিবেশ সম্মতভাবে সামুদ্রিক মাছের মোড়কীকরণ ও বাজারজাতকরণ এবং সামুদ্রিক মাছের স্থানীয়, দেশীয় ও আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের লক্ষ্যে পিকেএসএফ’র Sustainable Microenterprise and Resilient Transformation (SMART) Project- এর আওতায় “Adopting Resource Efficient and Cleaner Production (RECP) technologies and practices for resilient green growth of dry fish processing microenterprises” উপ-প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
ওয়ার্ল্ড ব্যাংক এর অর্থায়নে, পিকেএসএফ এর সহযোগিতায় এবং সংগ্রাম এর বাস্তবায়নে বুধবার (২৩ এপ্রিল) বেলা ১১টার দিকে বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের সুবর্ণজয়ন্তী সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন- জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম।
অবহিতকরণ সভায় স্বাগত বক্তব্য রাখেন- সংগ্রাম’র নির্বাহী পরিচালক চৌধূরী মুনীর হোসেন।
সংগ্রাম’র প্রতিষ্ঠাতা চৌধূরী মোহাম্মদ মাসুম এর সভাপতিত্বে ও প্রকল্প ব্যবস্থাপক মোঃ আবু নঈম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মহসিন, বিসিক জেলা কার্যালয়ের উপব্যবস্থাপক কাজী তোফাজ্জেল হক, প্রেসক্লাব’র সভাপতি এডভোকেট সোহেল হাফিজ, সংগ্রাম কার্যনির্বাহী পরিষদ’র সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
এ অবহিতকরণ সভায় জেলার বিভিন্ন এনজিও প্রতিনিধি, ট্রলার মালিক সমিতি প্রতিনিধি, মৎস্য আড়ৎ সমিতি, শুটকি উৎপাদনকারী ও বিক্রেতাগণ উপস্থিত ছিলেন।
প্রকল্প সম্পর্কে একটি তথ্যচিত্র উপস্থাপন করেন- উপ প্রকল্পের এমআইএস এন্ড ডকুমেন্টেশন অফিসার মোঃ সাইফ হাসান মামুন।
তথ্যচিত্র উপস্থাপন শেষে অংশগ্রহণকারীদের উন্মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে উত্তর দাতা হিসেবে আলোচনা করেন- উপ প্রকল্পটির ফোকাল পার্সন মোঃ হুমায়ুন কবীর ও উপ প্রকল্পের টেকনিক্যাল অফিসার মোঃ নুরুজ্জামান।
Sustainable Microenterprise and Resilient Transformation (SMART) Project নামে এই প্রকল্পটি পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলা ও বরগুনা জেলার ৩ টি উপজেলায় (বরগুনা সদর, তালতলী ও পাথরঘাটা) ১০ টি ইউনিয়নে সংগ্রাম’র ১১ টি শাখার মাধ্যমে ১হাজার ক্ষুদ্র উদ্যোক্তাকে নিয়ে কাজ করবে।
মাছ শুঁকাতে মাচা ও ফিস ড্রায়ারের ব্যাবহার, কীটনাশক দিয়ে মাছ সংরক্ষণ বন্ধকরণ, মিনি কোল্ড স্টোরেজের ব্যাবহার, কমিউনিটি পর্যায়ে হাঁস-মুরগী ও মাছের খাদ্য তৈরীর মেশিন স্থাপন, শুঁটকি শুকানোর স্থানে সুপেয় পানির ব্যবস্থা সহ কমিউনিটি টয়লেট স্থাপন, মাছ ধোয়ার জন্য ড্রেনেজ সুবিধা সহ উঁচু প্লাটফরম স্থাপন, সামুদ্রিক পর্যটন এলাকায় প্লাস্টিক হাব স্থাপন, শুঁটকি ও সামুদ্রিক মাছ বাজারজাত করনের জন্য আউটলেট স্থাপন, বাজারজাত করনের জন্য অন-লাইন প্লাটফরম স্থাপন, মাছ ধরার ট্রলারে মাল্টিফাংশনাল ফিশ ফাইন্ড ও ইকো সাউন্ড’র ডিভাইস স্থাপন করা, প্রয়োজনমত বিদ্যুৎ সাশ্রয়ী লাইট ব্যবহার করা, শুঁটকি সংরক্ষণাগারে ট্রান্সপারেন্ট শিট ব্যবহার করা, ইঞ্জিনিয়ারিং প্রোটোকল অনুসারে জানালা স্থাপন/সংস্কার করা নিয়ে মোট এক হাজার ক্ষুদ্র উদ্যোক্তাদের সাথে কাজ করবে এই উপপ্রকল্পটি।
স্মার্ট প্রজেক্ট প্রাকৃতিক সম্পদের সর্বোত্তম ব্যবহার করে পরিবেশের দূষণ কমিয়ে অধিক সম্পদ উৎপাদনের লক্ষ্যে কাজ করছে।
প্রকল্পটি চলতি বছরের গত ২০ ফেব্রুয়ারী শুরু হয়েছে। এটি আগামী ২০২৮ সালের জুন মাস পর্যন্ত চলমান থাকবে।



