অব্যাবস্থাপনা

লালমাইয়ে সংখ্যালঘু পরিবারের জমি ও দোকান জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ

মোস্তফা কামাল মজুমদারঃ লালমাই উপজেলার বাগমারা দঃ ইউনিয়ন পশ্চিম অশ্বত্থতলা গ্রামের মৃত শ্রী কৃষ্ণ কুমার পালের ছেলে গোপাল পাল ও বাবুল চন্দ্র পালের উত্তরাধিকার সুত্রে মালিকানাধীন উত্তর অশ্বত্থতলা মৌজার জে-এল নং সাবেক ২৭ হাল ৩৪, সিএস খতিয়ান ৯২, আর এস খতিয়ান ৯৩,বিএস ১৪৪নং খতিয়ান ভুক্ত দাগ সাবেক ৩০৭ হালে ১১৩৭ সাবেক দাগে ১৪ শতক যাহার উত্তের ইউপি রাস্তা, দক্ষিনে ১ম পক্ষ,পূর্বে ইউপি রাস্তা,পশ্চিমে আলী আকবার।
বিবাদী একই গ্রামের মৃত আবদুল গফুর ব্যাপারীর ছেলে মোঃ নজরুল ইসলাম (৪৪), ও নজরুল ইসলামের স্ত্রী রাজিয়া বেগম (৩৮) ২য় পক্ষ গন নালিশী সম্পত্তিতে কোনে প্রকার স্বত্ত্ব, স্বার্থ ও মালিকানা না থাকা স্বত্তেও নালিশী সম্পত্তি অন্যায়ভাবে নালিশী সম্পত্তি হইতে ১ম পক্ষকে বেদখলের অপচেষ্টায় লিপ্ত আছে বলে অভিযোগ করেন। নালিশী সম্পত্তিতে ২য় পক্ষ জোরপূর্বক ভোগদখল করার জন্য ইট,বালু,সিমেন্ট, রড আনিয়া বিল্ডিং ঘর নির্মান করার চেষ্টা করলে ১ম পক্ষ বাধা প্রদান করিলে বেদখল করিতে ব্যর্থ হয়।অজ্ঞাতনামা কতেক সন্ত্রাসী নিয়া জোরপূর্বক দখল ও হুমকি দামকি করার ভুক্তভোগী পরিবার অভিযোগ করেন।বিজ্ঞ আদালতের নালিশি সম্পত্তির ২য় পক্ষের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধি ১৪৫ ধারার বিধান মতে শোকোজ প্রসিডিং স্থাপনক্রমে সম্পত্তিতে স্থিতাবস্থায় আদেশ প্রদান করেন।
এছাড়াও উক্ত ঘটনাকে কেন্দ্র করে এলাকার মান্যগণ্য ব্যক্তি মোঃ সোলেমান মিয়া ও মনা মিয়ার বিরুদ্ধে নজরুল ইসলামের স্ত্রী রাজিয়া বেগমের কর্তৃক আনিত চাঁদাবাজির অভিযোগটি ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রনোদিত বলে মোঃ সোলেমান মিয়া, মনা মিয়া, ১ম পক্ষ সহ গ্রামবাসী এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ আলম বলেন, বিরোধপূর্ণ জমি নিয়ে গোপালপাল আদালতে ১৪৫ধারা মামলা করছেন।কিন্তু শুক্রবার সকালে নজরুল ইসলাম সেই জমিতে সীমানা প্রাচীর নির্মান করতে গেলে উত্তেজনা বাড়ে,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।উভয় পক্ষকে শান্তি শৃঙ্খলা বিনষ্ট না করতে বলা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button