অব্যাবস্থাপনাআইন ও বিচার

কেরানীগঞ্জে” সম্পত্তির লোভে রক্তের সম্পর্ক বিসর্জন “মায়ের সর্বস্ব হাতিয়ে নিলো মেয়ে”

নিজস্ব সংবাদদাতাঃ অসুস্থ বৃদ্ধা রিজিয়া বেগম(৬০) একদিকে বয়সের ভারে নুয়ে পড়া অসহায় বৃদ্ধা মা, অন্যদিকে তারই আপন গর্ভজাত কন্যার হিংস্র রূপ। দক্ষিণ কেরানীগঞ্জ থানার খোলামোড়া এলাকায় ঘটেছে মর্মান্তিক একটি ঘটনা, যেখানে নিজের বড় মেয়ে নুরুন্নাহার ছোট মেয়ে ইয়াসমিন কৌশলে বৃদ্ধার সরলতার বলে নিজেরদের নামে বৃদ্ধার পৈতৃক সম্পত্তি ২.৫ কাঠা জমির একটি বসতবাড়ি ও বৃদ্ধার গচ্ছিত গহনা আত্মসাৎ করে বৃদ্ধ মাকে ঘরছাড়া করেছে।

বৃদ্ধা মা জানান, জীবনের শেষ বয়সে কিছুটা শান্তি আর আশ্রয়ের আশায় এবং নিজের অসুস্থতার রক্ষা কবজ হিসেবে রেখেছিলাম।কন্যাদ্বয় প্রাথমিকভাবে যত্নবান আচরণ করলেও, পরবর্তীতে ছলনা করে আমার সরলতার সুযোগ নিয়ে আত্মসাৎ করে মালিকানা দাবি করেন এবং মায়ের সঙ্গে নির্মম ব্যবহার শুরু করেন। একপর্যায়ে মাকে বাড়ি থেকে বের করে দেয় এবং আশ্রয় দিতেও দ্বিধা করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, ঘটনাটি হৃদয়বিদারক। একজন মা যাকে জন্ম দিয়েছেন, লালন-পালন করেছেন, সেই সন্তান যখন সম্পত্তির লোভে তাকে পথে বসায়—তা শুধু আইনেই নয়, মানবিকতার দৃষ্টিকোণ থেকেও জঘন্য অপরাধ।
এবিষয়ে নুরন্নাহারের কাজছে জানতে চাইলে তার মোটোফোনে কল দিলে তার ব্যবহারিত ফোনটি বন্ধ পাওয়া যায় বলে বক্তব্যে নেওয়া সম্ভব হয়নি।

বৃদ্ধা মা বর্তমানে স্থানীয় মসজিদের বারান্দায় বসবাস করছেন এবং আইনি সহায়তার আশায় বিভিন্ন সংস্থার দ্বারে দ্বারে ঘুরছেন।

স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে* তিনি সুষ্ঠু তদন্ত এবং সম্পত্তির ন্যায্য হিস্যার দাবি জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button