এক্সক্লুসিভ

ছাগল কান্ডের মতিউরের দুলাভাই নুরুল ইসলাম মৃধা লন্ডন এক্সপ্রেস এর গাড়ি পোড়ানো ঘটনার জবাব দেবেন কি?

নিজস্ব প্রতিবেদক: ছাগল কান্ডের হোতা এনবিআর এর সাবেক সদস্য মোঃ মতিউর রহমানের দুলাভাই নুরুল ইসলাম মৃধা একটি আতঙ্কিত নাম। তিনি বিশিষ্ট ব্যবসায়ী বিআরটিএর সাবেক কর্মকর্তা ও সাবেক ছাত্রলীগ কর্মী নরসিংদী নিবাসী মোঃ নুরুল ইসলামের প্রতিষ্ঠান লন্ডন এক্সপ্রেসে ২০২৪ সালে জেনারেল ম্যানেজার হিসেবে যোগদান করেন।

অভিযোগে জানা যায়, অত্যন্ত সূচতুর নুরুল ইসলাম মৃধা লন্ডন এক্সপ্রেস এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নুরুল ইসলামকে স্বল্প সময়ে কব্জা করে নেন। বিভিন্ন কলাকৌশল ও অপবাদ দিয়ে লন্ডন এক্সপ্রেস এর দুই একজন কর্মচারীকে বিতাড়িত করে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেন। অভিযোগে প্রকাশ, জিএম থেকে নির্বাহী পরিচালক এবং পরবর্তীতে লন্ডন এক্সপ্রেস এর পরিচালকের পথটি বাগিয়ে নেন এবং সর্বশেষ ডিএমডিকে বিতাড়িত করে তার রুমটি দখল করেন। বর্তমানে লন্ডন এক্সপ্রেস ও এর অন্তর্ভুক্ত ব্যবসা প্রতিষ্ঠান এককভাবে নিয়ন্ত্রণ করে বিভিন্ন ভাবে আর্থিক সুবিধা নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

আওয়ামী লীগ সরকারের আমলে ছাগল কাণ্ডের হোতা ও এনবিআরের সাবেক সদস্য মোঃ মতিউর রহমান একজন প্রভাবশালী ব্যক্তি হিসেবে প্রশাসন সহ রাজনৈতিক অঙ্গনে বিচরণ করতেন। মোঃ নুরুল ইসলাম মৃধা ছাগল কান্ডের মতিউরের দুলাভাই হওয়ার সুবাদে প্রশাসনসহ সর্বত্র তার অবাধ যাতায়াত ছিল। লন্ডন এক্সপ্রেস ব্যাংকিং অর্থায়নে বেশ কিছু গাড়ি চট্টগ্রাম ,কক্সবাজার ও সিলেট অঞ্চলের রোডে চলাচল করে। আওয়ামী লীগ সরকারের আমলে লন্ডন এক্সপ্রেসের বেশ কিছু গাড়ি তাদের নিজস্ব রক্ষণাবেক্ষণ সেডে রক্ষিত অবস্থায় আগুন লেগে পুড়ে যায়। তৎকালীন সময়ে লন্ডন এক্সপ্রেসের ব্যবস্থাপনা পরিচালক মোঃ নুরুল ইসলাম দেশের বাইরে অবস্থান করছিলেন। কোম্পানির সার্বিক কার্যক্রম দেখাশোনা করছিলেন লন্ডন এক্সপ্রেস এর কর্মরত নুরুল ইসলাম মৃধা।

দুর্ঘটনার পরবর্তী পর্যায়ে বিভিন্ন মিডিয়া লন্ডন এক্সপ্রেস এর দ্বারস্থ হলে কর্মরত নুরুল ইসলাম মৃধা তাদেরকে এড়িয়ে চলেন, বিষয়টি রহস্যময় অধ্যায় বলে অনেক বিজ্ঞজন মনে করেন।অনেকে ধারণা করছেন, ছাগল কাণ্ডের দুলাভাই নুরুল ইসলাম মৃধা তৎকালীন সময়ে ক্ষমতাধর হওয়ায় পরিকল্পিতভাবে লন্ডন এক্সপ্রেসের গাড়িগুলো পোড়ানো হয়েছে কিনা ,প্রশাসনের তা খতিয়ে দেখা প্রয়োজন বলে অভিজ্ঞ জনরা মনে করেন। কারণ ক্ষতিগ্রস্ত গাড়ির বীমা টাকা অথবা ব্যাংকিং সেক্টর থেকে গাড়ি নামানোর কথা বলে মোটা অংকের আর্থিক সহায়তা নেওয়া মুখ্য উদ্দেশ্য ছিল কিনা।

তবে ছাগল কান্ডের মতিউর রহমানের বিভিন্ন কেলেঙ্কারি ও গ্রেপ্তার হওয়ায় এবং আওয়ামী লীগ সরকার পতনে তাদের পরিকল্পনাটি ভেস্তে যেতে পারে বলে অনেকেই ধারণা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button