আলফাডাঙ্গায় সাবেক ইউ পি চেয়ারম্যান গ্রেপ্তার

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ আলফাডাঙ্গা উপজেলার ২নং গোপালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ফরিদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আলফাডাঙ্গা থানার বিস্ফোরক দ্রব্য মামলার আসামি এনামুল হাসান পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে।
শনিবার ( ১২ জুলাই) দুপুরে উপজেলার কামার গ্রামের নিজ বাড়িতে অভিজান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে আলফাডাঙ্গা থানা পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করে আলফাডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহ জালাল আলম জানান, আলফাডাঙ্গা থানার বিস্ফোরক দ্রব্য মামলার এজাহার ভুক্ত আসামি এনামুল হাসানকে গ্রেফতার করা হয়েছে।
আইনি প্রক্রিয়া শেষে আগামীকাল তাকে আদালতে প্রেরন করা হবে। এনামুল হাসান ২০১৮ সালে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। এলাকায় তিনি সাবেক মন্ত্রী আব্দুর রহমানের ঘনিষ্টজন হিসাবে পরিচিত।



