পাঁচমিশালি

চট্টগ্রাম ও হো চি মিন সিটির মধ্যে সিস্টার সিটি সম্পর্ক স্থাপনের উদ্যোগ নেয়া হবে

এম এ মান্নান (অপরাধ বিচিত্রা): চট্টগ্রামে ভিয়েতনামের অনারারি কনস্যুলেট অফিসের উদ্বোধনী অনুষ্ঠান গতকাল নগরীর রেডিসন ব্লু বে ভিউ হোটেলে অনুষ্ঠিত হয়। ভিয়েতনামের রাষ্ট্রদূত হিজ এক্সেলেন্সি নুয়েন মেন কুঅং এবং নবনিযুক্ত অনারারি কনসুল এস. এম. আবু তৈয়বের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, অনারারী কনসুল ও নগরীর বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্যে অনারারি কনসুল এস. এম. আবু তৈয়ব চট্টগ্রাম ও ভিয়েতনামের হো চি মিন সিটির মধ্যে ‘সিস্টার সিটি’ সম্পর্ক গড়ে তোলার প্রস্তাব উত্থাপন করেন। এই উদ্যোগকে স্বাগত জানান অনুষ্ঠানে উপস্থিত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এবং ভিয়েতনামের রাষ্ট্রদূত। ডা. শাহাদাত হোসেন দুই শহরের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সম্পর্কোন্নয়নের লক্ষ্যে সর্বাত্মক সহায়তার আশ্বাস প্রদান করেন। রাষ্ট্রদূত কুঅং দুই দেশের জনগণের ঐতিহাসিক বন্ধুত্ব ও পারস্পরিক সহযোগিতার ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং সিস্টার সিটি বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সম্মতি জ্ঞাপন করেন। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক, নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত আন্দ্রে ইয়াকোবাস, সিঙ্গাপুরের হাইকমিশনার মিচেল লি, ভারতের সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জন।

বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন

ফিলিপাইনের অনারারি কনসুল আবদুল আউয়াল,

ইতালির অনারারি কনসুল সালমান ইস্পাহানী,

স্পেনের অনারারি কনসুল মিয়া রহিম,

রাশিয়ার কনসুল আশিক ইমরান,

মিয়ানমারের কনসুল এইচ. এম. হাকিম আলী,

দক্ষিণ কোরিয়ার অনারারি কনসুল মোহাম্মদ মহসিন,

দক্ষিণ আফ্রিকার অনারারি কনসুল সোলাইমান শেঠ।

এছাড়াও উপস্থিত ছিলেন চিটাগাং মেট্রোপলিটন চেম্বারের সভাপতি আলহাজ্ব খলিলুর রহমান, ভিয়েতনাম চেম্বারের সভাপতি মুস্তাফিজুর রহমান, ইপিজেড ইনভেস্টর ফোরাম এর সভাপতি শাহদাত মোশারফ খান , দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক, দৈনিক পূর্বকোণের সম্পাদক ডা. রমিজউদ্দিন, এশিয়ান গ্রুপের চেয়ারম্যান আবদুস সালাম, বিএসআরএম গ্রুপের আলী হোসেন, সিকম গ্রুপের চেয়ারম্যান আমিরুল হক, প্যাসিফিক জিন্স-এর সৈয়দ মোহাম্মদ তানভীর, ইন্ডিপেন্ডেন্ট অ্যাপারেলস এর সৈয়দ তানজিম মোজাহের , চট্টগ্রাম ক্লাবের চেয়ারম্যান শাহাবুদ্দিন রাজ, বারকোড গ্রুপের মঞ্জুরুল হক, প্রান্তিক গ্রুপের এম সরোয়ার হোসেন , ওমেন চেম্বারের লুতমিলা ফরিদ ও আইভি হাসান , খালেদা আউয়াল , ফরাহ কাইয়ুম সহ আরো অনেকে। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ঢাকা টাইগার গল্ফ ক্লাবের সদস্যরাও উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button