এক্সক্লুসিভ

ব্যস্ততম ব্রিজের বেহাল দশা দুর্ভোগে জনসাধারণ 

আহসানুজ্জামান (সোহেল) কুমিল্লা  : কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় একটি গুরুত্বপূর্ণ  সড়ক ব্রাহ্মণপাড়া-হরিমঙ্গল সড়কটি যা ব্রাহ্মণ পাড়া উপজেলা সাথে বেশ কিছু জনবহুল এলাকায় অবস্থিত এই সড়কের  ব্রিজের উপর পিকআপ ভ্যানের চাকা গর্তে পড়ে গেলে চলাচল বন্ধ হয়ে যায় । 

গতকাল ২৬ জুলাই (শনিবার) বেলা ৩ টায় ব্রাহ্মণপাড়া থেকে হরিমঙ্গল গামী একটি মাল ভর্তি পিকআপ ভ্যান ব্রিজের উপরে উঠলে ব্রিজের পাশের মাটি সরে যায়। ফলে পিকআপ ভ্যানটি মাটিতে দেবে যায়। ফলে উভয় পাশের যানচলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়ে হাজারো মানুষ। ব্যস্ততম এ সড়কটি দ্রুত চলাচলের উপযোগী না করলে মানুষের জনদুর্ভোগ আরো চরমে পৌঁছবে।

এ ব্যাপারে এই সড়কে চলাচলকারী বাসিন্দা জসিম উদ্দিন জানান, বিকাল ৩টা থেকে রাত ৮ টা পর্যন্ত এই সড়কের যান চলাচল বন্ধ রয়েছে। যার ফলে মানুষ প্রায় ১০ কিলোমিটার ঘুরে অন্য সড়ক দিয়ে যাতায়াত করতে হচ্ছে। এতে বেশি ভোগান্তিতে পড়ছে শিশু, মহিলা এবং চিকিৎসা নিতে আসা বিভিন্ন রোগীরা।

 এ ব্যাপারে সিএনজি ড্রাইভার আবুল কাশেম জানান, আমি সবসময় হরিমঙ্গল – ব্রাহ্মণপাড়া সড়কে সিএনজি চালাই। সড়কটি বন্ধ থাকার কারণে ৩ টা থেকে এই সড়কে যান চলাচল করতে পারছি না। এতে আমাদের দৈনন্দিন আয় কমে যাচ্ছে। প্রশাসনের নিকট দাবি দ্রুত এই সড়কটি যেন যান চলাচলের উপযোগী করে দেওয়া হয়।

এব্যাপারে ব্রাহ্মণপাড়া সদর ইউপি চেয়ারম্যান জহিরুল হক বলেন, আমি একটু আগে বিষয়টি শুনেছি। আমি ঘটনাস্থলে গিয়ে যান চলাচলের দ্রুত ব্যবস্থা গ্রহণ করবো।

এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান বলেন, বিষয়টি আমি এইমাত্র জেনেছি। ব্রাহ্মণপাড়ার সদর ইউপি চেয়ারম্যান জহিরুল হককে ঘটনাস্থলে পাঠিয়ে দ্রুত যান চলাচলের ব্যবস্থা গ্রহণ করবো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button