অপরাধআইন, ও বিচার

লালমাইয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে অর্থদন্ড প্রদান করেন ইউএনও হিমাদ্রী খীসা

মোস্তফা কামাল মজুমদার ঃ

লালমাই উপজেলার বাগমারা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার ও নির্ব্হী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসা।

২৯জুলাই (মঙ্গলবার) দুপুরে লালমাই উপজেলার বাগমারা   বাজার ভুশ্চি রোডে ট্রাক রেখে যানজট সৃষ্টি ও জনসাধারণের চলাচলের বিঘ্ন ঘটানোর অপরাধে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৮৯ ধারায় ৫০০০ টাকা অর্থদণ্ড , নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে হোটেলে খাবার তৈরি ও পরিবেশনের অপরাধে দুইজন হোটেল মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় ১০০০০ টাকা অর্থদণ্ড, দ্রব্য মূল্য তালিকা যথাযথভাবে সংরক্ষণ ও প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় ০২ জন ব্যবসায়ীকে ২০০০ টাকা অর্থদণ্ড এবং নিষিদ্ধ পলিথিন মজুদ করায় ০২ জন ব্যবসায়ীকে ২০০০ টাকা অর্থদণ্ডসহ সর্বমোট ১৯০০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রি খীসা।

এসময়ে তিনি বলেন জনস্বার্থে লালমাই কর্তৃক মোবাইল কোর্টের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button