অপরাধএক্সক্লুসিভবাংলাদেশরংপুর

পঞ্চগড়ের দেবীগঞ্জে কলেজ ছাত্রীকে শ্বাসরুদ্ধ করে হত্যা

মোঃএনামুল হক পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ের দেবীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের এক ছাত্রীকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) রাতে বাড়ি থেকে বের হয়। পরের দিন আজ বুধবার সকালে তার লাশ পাওয়া যায়।
ওই ছাত্রীর নাম সুলতানা আক্তার রত্না (২০)।  সে এইচএসসি প্রথম বর্ষে পড়াশোনা করতো দেবীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজে। তার বাবার নাম রবিউল ইসলাম। তাদের বাড়ি দেবীগঞ্জ উপজেলার দেবীগঞ্জ সদর ইউনিয়নের মরাতলীর মাঝাপাড়া দহলা খাগড়াবাড়ি।
ইউক্যালোট্রোপিছ গাছের বাগানে লাশের পাশে তার ব্যবহৃত আরও কাপড় চোপড়, মোবাইলের চার্জার পাওয়া যায়। তবে রত্নার ব্যবহার করা মোবাইল ফোনটি পাওয়া যায়নি। 
জানা যায়, ২৯ জুলাই রাতে বাড়ি থেকে বের হয় রত্না। ৩০ জুলাই  সকাল বেলা তাকে বাড়িতে না পেয়ে খোজাখুজি করতে থাকে। পরে বাড়ির পশ্চিম পাশে ইউক্যালোট্রোপিছ গাছের বাগানে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন বাড়ির লোকজনকে খবর দিলে তারা রত্নার লাশ নিশ্চিত করে।  
এলাকাবাসীর ধারনা, প্রেমের সম্পর্কের কারনে হয়তো বাড়ি থেকে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেই বাড়ি থেকে বের হয়। পরে তাদের মধ্যে হয়তো কথা কাটাকাটির জের ধরে তাকে ওড়না দিয়ে পেচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে।
ঘটনাস্থলে দেবীগঞ্জ থানার পুলিশ ও ঠাকুরগাঁও থেকে সিআইডির সাব ইন্সপেক্টর দেবাশীষ রায় তার টীমের সদস্যরা ও সেনাবাহিনীর সদস্যরাও পরিদর্শন করেছেন।
দেবীগঞ্জ থানার ইন্সপেক্টর তদন্ত প্রবীর চন্দ্র সরকার জানান, লাশ ময়না তদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button