রাজধানীতে বিদেশি পিস্তলসহ ২ অস্ত্রধারী গ্রেপ্তার

ঢাকা, ০২ আগস্ট ২০২৫: রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন নাবিস্কো মোড় এলাকা থেকে একটি বিদেশি পিস্তলসহ দুই অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে র্যাব-২। গ্রেপ্তারকৃতরা হলেন মো. জহিরুল ইসলাম (২১) এবং মো. লিয়াকত আলী লিমন (৩৩)। গতকাল, ০২ আগস্ট ২০২৫ তারিখে এ অভিযান চালানো হয়।
অবৈধ অস্ত্র উদ্ধারে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায়, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-২ এর একটি অভিযানিক দল তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন নাবিস্কো মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ওই দুই অস্ত্রধারীকে আটক করা হয়।
আটককৃতদের মধ্যে মো. জহিরুল ইসলামের পরিহিত প্যান্টের ডান কোমরে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। পরবর্তীতে আসামিদের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে গ্রেপ্তারকৃত মো. লিয়াকত আলী লিমনের দেওয়া তথ্য অনুযায়ী, তার বাসার ছাদ থেকে কাগজে মোড়ানো অবস্থায় দুটি তাজা গুলি (অ্যামুনেশন) উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানিয়েছে, তারা পরস্পর যোগসাজশে ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকায় অস্ত্র, মাদক ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। গ্রেপ্তারকৃত এই অস্ত্রধারী সন্ত্রাসীরা ঢাকার বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্রের মাধ্যমে জমি দখল, চাঁদাবাজি এবং বিভিন্ন সময়ে অস্ত্র প্রদর্শন করে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করত।
র্যাব জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দুষ্কৃতিকারী ও স্বার্থান্বেষী মহলের অপতৎপরতা রুখতে তাদের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে। উদ্ধারকৃত আলামতসহ আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।



