ঢাকারাজনীতি

শাহবাগে ছাত্রদলের ‘বিপ্লব সমাবেশ’: তারেক রহমানের নামে মুখর রাজধানী

সংবাদদাতা( ঢাকা ): ঝড়-বৃষ্টি উপেক্ষা করে শাহবাগ চত্বরে আজ শনিবার জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত হলো ‘ছাত্র সমাবেশ’। ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তিকে কেন্দ্র করে আয়োজিত এই বিশাল কর্মসূচিতে দেশজুড়ে ছড়িয়ে থাকা হাজার হাজার নেতাকর্মী ছুটে আসেন রাজধানীতে।

সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, “এই ছাত্রসমাজই আজকের বাংলাদেশে গণতন্ত্রের শেষ আশ্রয়। দেশের ভবিষ্যৎ নির্ধারণে তোমরাই অগ্রভাগে, তোমরাই শক্তি। শেখ হাসিনার অবৈধ শাসনের অবসান ঘটাতে ছাত্রদলকেই এগিয়ে আসতে হবে।”

তিনি ছাত্রদলের প্রতি যে ভালোবাসা ও বিশ্বাস প্রকাশ করেন, তার জবাবে শাহবাগ চত্বরে ছাত্রনেতারা উচ্ছ্বাসে ফেটে পড়েন। ব্যানার, ফেস্টুন, শ্লোগান আর তার প্রতিকৃতি সম্বলিত প্ল্যাকার্ডে মুখর শাহবাগ রূপ নেয় এক গণতান্ত্রিক প্রত্যাবর্তনের মঞ্চে।

ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা জানান, খুলনা, রাজশাহী, বরিশাল, রংপুর, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহসহ দেশের প্রতিটি অঞ্চল থেকে নেতা-কর্মীরা একযোগে সমাবেশস্থলে উপস্থিত হন। অনেকেই সারা রাত বাস, ট্রাক, পিকআপ ও হেঁটে পাড়ি দিয়ে শাহবাগে পৌঁছান।

সমাবেশের একপর্যায়ে প্রচণ্ড বৃষ্টি শুরু হলেও নেতাকর্মীদের উচ্ছ্বাসে ছিল না কোনো ভাটা। ছাতা মাথায় কিংবা ভিজে গিয়েও কেউ সরে যাননি। এই দৃশ্য ছাত্রদলের প্রতি তারেক রহমানের জনপ্রিয়তা ও আস্থার বাস্তব প্রতিচ্ছবি হয়ে উঠে।

সমাবেশে ছাত্রদলের শীর্ষ নেতারা বলেন, “আমরা কেবল অতীত স্মরণ করছি না, আমরা শপথ নিচ্ছি—গণতন্ত্রের পূর্ণ প্রত্যাবর্তন না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না।”

তারা আরও জানান, ছাত্রদলের বর্তমান সাংগঠনিক কাঠামো এখন অনেক বেশি শক্তিশালী এবং প্রস্তুত। একদিকে তারা ক্যাম্পাসে সংগঠনকে পুনর্গঠিত করছেন, অন্যদিকে জাতীয় আন্দোলনে ভূমিকা রাখতে প্রস্তুত হচ্ছেন।

ছাত্রদলের বহু নেতাকর্মী বলেন, তারেক রহমানের প্রতি তাদের এই ভালোবাসা কৃতজ্ঞতার, বিশ্বাসের, এবং নেতৃত্বের প্রতি আস্থার প্রতীক। “তিনি যেভাবে আমাদের প্রতি আস্থা রেখেছেন, আমরা তাঁর নেতৃত্বে সবকিছু ত্যাগ করতে প্রস্তুত”— বলেন এক জেলা ছাত্রদল নেতা।

শাহবাগে এই মহাসমাবেশের মধ্য দিয়ে ছাত্রদল দেখিয়ে দিল—তারা শুধু অতীতের উত্তরাধিকার নয়, বরং ভবিষ্যতের গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের লড়াকু বাহিনী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button