দাড়ি: শরীয়তের মীমাংসিত বিধান ও এর গুরুত্ব

ভুমিকাঃ দাড়ি রাখা ইসলামে একটি মীমাংসিত বিধান, যা নিয়ে মনগড়া ব্যাখ্যা দেওয়ার কোনো সুযোগ নেই। শরীয়তের সুস্পষ্ট নির্দেশনা অনুযায়ী, দাড়ি রাখা ওয়াজিব। দ্বীনের অন্যান্য বিধান পালনের পাশাপাশি দাড়ির বিধান বাস্তবায়ন করাও ইসলামের অবিচ্ছেদ্য অংশ। কেউ কেউ প্রশ্ন করেন, “দাড়ির মধ্যে কি ইসলাম?” এর সরল উত্তর হলো, ইসলামের মধ্যেই দাড়ি রাখার বিধান রয়েছে। তাই, এই বিধানকে নিজস্ব ব্যাখ্যা দিয়ে পাশ কাটিয়ে না গিয়ে মেনে নেওয়াই মুসলিম উম্মাহর জন্য কল্যাণকর।
দাড়ি সংক্রান্ত হাদিসে চারটি আরবি শব্দ বিশেষভাবে ব্যবহৃত হয়েছে, যা দাড়ির গুরুত্ব ও পদ্ধতি নির্দেশ করে। এই শব্দগুলো হলো:
- وَفِّرُوا (ওয়াফ্ফিরু): বাড়াও
- وَأَوْفُوا (আওফু): পূর্ণ করো
- وَأَعْفُوا اللِّحَى (আ’ফূল লিহা): লম্বা করো
- وَأَرْخُوا اللِّحَى (আরখুল লিহা): ঝুলিয়ে দাও
১. রাসূলুল্লাহ (সা.)-এর আদেশ:
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দাড়ি লম্বা করার আদেশ করেছেন। হাদিসে এসেছে:
عَنِ النبيِّ ﷺ أنَّه أمَرَ بإحْفاءِ الشَّوارِبِ، وإعْفاءِ اللِّحْيَةِ
অর্থাৎ: “আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোঁফ কাটার ও দাড়ি লম্বা করার আদেশ করেছেন।” [সহীহ মুসলিম: ২৫৯]
২. দাড়ি বাড়াও:
মুশরিকদের থেকে ভিন্নতা প্রকাশের জন্য দাড়ি বাড়ানোর নির্দেশ এসেছে।
خالِفُوا المشْركينَ وفِّرُوا اللِّحى وأحْفُوا الشوارِبَ
অর্থাৎ: “মুশরিকদের বিরোধিতা করো। দাড়ি বাড়াও এবং গোঁফ কাটো।” [সহীহ বুখারী: ৫৮৯২]
৩. দাড়ি পূর্ণ করো:
দাড়ি পরিপূর্ণভাবে রাখার নির্দেশও দেওয়া হয়েছে।
خالِفُوا المُشْرِكِينَ أحْفُوا الشَّوارِبَ وأَوْفُوا اللِّحى
অর্থাৎ: “মুশরিকদের বিরোধিতা করো এবং গোঁফ কাটো ও দাড়ি পূর্ণ করো।” [সহীহ মুসলিম: ২৫৯]
৪. দাড়ি লম্বা করো:
সুস্পষ্টভাবে দাড়ি লম্বা করার আদেশও হাদিসে বিদ্যমান।
انْهَكُوا الشَّوارِبَ وَأَعْفُوا اللِّحى
অর্থাৎ: “গোঁফ উত্তমরূপে কাট এবং দাড়ি লম্বা করো।” [সহীহ বুখারী: ৫৮৯৩]
৫. দাড়ি ঝুলিয়ে দাও:
অগ্নিপূজকদের বিরোধিতা করে দাড়ি ঝুলিয়ে দেওয়ার কথা বলা হয়েছে।
جُزُّوا الشَّوارِبَ وأَرْخُوا اللِّحى خالِفُوا المَجُوسَ
অর্থাৎ: “গোঁফ কাটো ও দাড়ি ঝুলিয়ে দাও, অগ্নিপূজারীদের বিরোধিতা করো।” [সহীহ মুসলিম: ২৬০]
উপরিউক্ত হাদিসগুলো থেকে দাড়ি সংক্রান্ত চারটি মূল বিষয় স্পষ্ট হয়:
১. দাড়ি বাড়াও
২. দাড়ি পূর্ণ করো
৩. দাড়ি লম্বা করো
৪. দাড়ি ঝুলিয়ে দাও
৬. রাসূলুল্লাহ (সা.)-এর দাড়ি মোবারক:
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দাড়ি মোবারক লম্বা ছিল।
عَنْ أَبِي مَعْمَرٍ، قَالَ سَأَلْنَا خَ بابا أَكَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَقْرَأُ فِي الظُّهْرِ وَالْعَصْرِ قَالَ نَعَمْ. قُلْنَا بِأَىِّ شَىْءٍ كُنْتُمْ تَعْرِفُونَ قَالَ بِاضْطِرَابِ لِحْيَتِهِ
আবূ মা’মার (রহ.) থেকে বর্ণিত: তিনি বলেন, আমরা খাব্বাব (রা.)-কে জিজ্ঞেস করলাম, নবী (সা.) কি যুহর ও ‘আসরের সালাতে কিরাআত পড়তেন? তিনি বললেন, হ্যাঁ। আমরা প্রশ্ন করলাম, আপনারা কী করে তা বুঝতেন? তিনি বললেন, তাঁর দাড়ির নড়াচড়ায়। [সহীহ বুখারী: ৭৬০]
(নোট: দাড়ি লম্বা হওয়ার কারণেই দাড়ির নড়াচড়া পরিলক্ষিত হতো।)
৭. দাড়ি এক মুষ্টির বেশি হলে কাটা যাবে:
দাড়ি এক মুষ্টির বেশি হলে তা কাটার বিধানও হাদিসে পাওয়া যায়।
وَكَانَ ابْنُ عُمَرَ إِذَا حَجَّ أَوِ اعْتَمَرَ قَبَضَ عَلَى لِحْيَتِهِ، فَمَا فَضَلَ أَخَذَهُ
অর্থাৎ: ইবনু ‘উমার (রা.) যখন হজ বা ওমরাহ করতেন, তখন তিনি তাঁর দাড়ি মুষ্টি করে ধরতেন এবং মুষ্টির বাইরে যতটুকু বেশি থাকত, তা কেটে ফেলতেন। [সহীহ বুখারী: ৫৮৯২]
উপসংহার:
দাড়ি রাখা শুধু একটি সুন্নত নয়, বরং এটি শরীয়তের ওয়াজিব বিধান এবং ইকামাতে দ্বীনের অংশ। মুসলিম হিসেবে আমাদের উচিত, নিজস্ব মতামত বা ব্যাখ্যার পরিবর্তে কুরআন ও সহীহ হাদিসের আলোকে এই বিধানকে মেনে চলা ও নিজেদের জীবনে তা বাস্তবায়ন করা।



