অপরাধআইন, ও বিচারসিলেট

সিলেটে বাগানের জমি দখলে বাঁধা দিলে মেরে ফেলার হুমকির অভিযোগে শাহপরান থানায় জিডি


নিজস্ব প্রতিবেদক : সিলেটের সদর উপজেলাধীন শাহপরান (রহ:) থানার অর্ন্তগত খাদিম পাড়া এলাকায় খাদিম টি ষ্টেস্ট  চা বাগানের জমি দখল করতে একটি ভূমিখেকো চক্র চেষ্টা চালিয়ে যাচ্ছে।  গত ৩০ জুলাই ২০২৫ ইং তারিখে সকাল আনুমানিক ১০.০০ ঘটিকার সময় নিন্মের বিবাদীরা চা বাগানের ভিতরে প্রবেশ করে বাগানের সাইনবোর্ড উপরে ফেলে জমি দখল করতে চেষ্টা করে, এ সময়  চা বাগানের পাহারাদার জালাল আহমদ জালু দেখতে পেয়ে তাদের কাজে বাধা  দিলে  ভূমিখেকো চক্রটি ঐ নিরাপত্তাকমীকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এক পর্যায়ে ভূমিখেকোরা বলে আজ চলে যাচ্ছি আমরা এই জমি দখল করবোই।  জমি দখলে কেউ বাঁধা দিলে  তাকে হত্যা করে লাশ ফেলে দিবো, কেউ খোঁজেও পাবেনা। 

বিষয়টি শোনে বাগানের ম্যানেজার আতিকুর রহমান বাগান মালিক কর্তৃপক্ষকে অবহিত করেন। তাদের পরামর্শে ভূমিখেকোদের বিরুদ্ধে গত ৩০ জুলাই আতিকুর রহমান(৬১), পিতা- আশরাফ আলী, সাং-আটগাও, থানা- সিলেট সদর, জেলা- সিলেট।  বর্তমান:-  চা বাগান, ওয়ার্ড নং ৩৪, খাদিম পাড়া, থানা- শাহপরান, জেলা- সিলেট।  জাতীয় পরিচয়পত্র নং -৯৫৬৩৩০৪৬০০। বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে শাহপরান (রহ:) থানায় একটি সাধারণ ডায়রী দায়ের করেন। ডায়রী নং- ১৫০০, তারিখ ৩০/০৭/২৫ ইংরেজি। 

বিবাদীরা হলেন : ১। মিলাদ আহমদ(২৭), পিতা- আলকাছ মিয়া, সাং মোহাম্মদপুর, থানা- শাহপরান, জেলা- সিলেট।  ২। শুকুর আলী (৫০), পিতা- মৃত রুহুল আমিন, সাং- মোহাম্মদপুর, থানা- শাহপরান, জেলা- সিলেট। ৩। প্রদীপ বুনাজি(৪১), পিতা- মৃত প্রবিত্র৷ বুনাজি, ৪। কানাই  গোয়ালা (৪৮), পিতা- রাজ কুমার গোয়ালা,  উভয় সাং- গোয়ালগাও, চামেলিবাগ, থানা- শাহপরান, জেলা – সিলেট।

মিলাদ  সন্ত্রাসী  প্রকৃতির লোক সে কিছুদিন আগে চা বাগান ও সরকারী খাস জমি দখলের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় স্থানীয় সাংবাদিক মঈন উদ্দিনকে খাদিমপাড়া ২ নাম্বার রোডে আটকিয়ে লাঞ্চিত করে। এরপর খবর পেয়ে সুরমাগেইট ফাঁড়ি পুলিশ তাকে উদ্ধার করে বাড়ীতে পৌঁছে দেয়। এব্যপারে সাংবাদিক মঈন উদ্দিন বাদী হয়ে শাহপরান (রহ:) থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।  কিন্তু ঘটনার এক মাস অতিবাহিত হলেও শাহপরান( রহ 🙂 থানা পুলিশ এই ভূমিখেকোর বিরুদ্ধে এ রিপোর্ট লিখা পর্যন্ত কোন ব্যবস্থা গ্রহণ করেনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button