অপরাধআইন, ও বিচারদেশরাজশাহী

চিকিৎসকের বাড়িতে হামলা ও ভাংচুরের  ঘটনা ঘটেছে 

শাকিলা, রাজশাহী প্রতিনিধি  : ৬ আগস্ট ২৫ ইং বৃহস্পতিবার সকালে রাজশাহীর পুঠিয়া উপজেলার ভাঁড়রা গ্রামে ওই বাড়িতে ভাংচুরের পরের অবস্থা। আজ বৃহস্পতিবার সকালে রাজশাহীর পুঠিয়া উপজেলার রাজশাহী মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ও আওয়ামী–সমর্থিত সংগঠন ‘স্বাধীনতা চিকিৎসক পরিষদ’-এর (স্বাচিপ) সাংগঠনিক সম্পাদক নওশাদ আলীর বাড়িতে ভাংচুরের চালানো হয়েছে। গতকাল বুধবার মধ্যরাতে রাজশাহীর পুঠিয়া উপজেলার ভাঁড়রা গ্রামে ওই বাড়িতে ঢুকে হামলা চালান ৪০ থেকে ৫০ জন।

উপজেলার বানেশ্বর ইউনিয়নের মাইপাড়া বাজার থেকে প্রায় এক কিলোমিটার দক্ষিণে ভাঁড়রা গ্রামের অবস্থান। সেখানে নওশাদের বাড়িতে সপরিবারে থাকেন তাঁর ভাগনে ফয়সাল মোহাম্মদ রুবেল,মো: আজাদ অপরাধ বিচিত্রাকে জানান, গতকাল দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটের দিকে গেট ভাঙ্গার শব্দে তাঁদের ঘুম ভেঙে যায়। হামলাকারী ব্যক্তিরা হেমার দিয়ে বাইরের গেট ভেঙ্গে বাড়িতে ঢোকেন। তাঁরা দোতলা বাসার নিচতলাতেই ছিলেন। হামলাকারী ব্যক্তিরা ভেতরে ঢুকে তাঁদের বাসা থেকে বেরিয়ে যেতে বলেন। প্রাণের ভয়ে দুই শিশুসন্তান, স্ত্রী ও মাকে নিয়ে বাইরে চলে আসেন তিনি। প্রায় ৩০ মিনিট ধরে হামলাকারী ব্যক্তিরা বাসার সব আসবাব পত্র ভাংচুরের করেন। এরপর শব্দ বন্ধ হলে তাঁরা বাসার দিকে ফিরে যান।

আজ বৃহস্পতিবার সকালে ভাঁড়রা গ্রামের ওই বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়ির মেঝেতে পা ফেলার মতো অবস্থা নেই। সব জায়গায় আসবাব ও অন্য জিনিসপত্রের ভাঙ্গা  টুকরা ছড়িয়ে-ছিটিয়ে আছে। হামলাকারী ব্যক্তিরা প্রতিটি বাথরুমে ঢুকে ফিটিংসগুলো ভেঙ্গে ফেলেছেন। প্রতিটি জানালার থাই গ্লাস ভাঙ্গবিছানা পত্রসহ অন্য আসবাব পত্র ভেঙ্গে–চুরে ছড়িয়ে–ছিটিয়ে রাখা হয়েছে মেঝেতে। এ ব্যাপারে জানতে চিকিৎসক নওশাদ আলীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়। এ হামলা কে চালিয়েছেন, জানতে চাইলে বলেন, হামলাকারী ব্যক্তিদের সবারই মুখ ঢাকা ছিল, ফলে কাউকে চিনতে পারেননি অবস্থায় মেঝেতে ছড়িয়ে আছে।

বিছানা পত্রসহ অন্য আসবাব পত্র ভেঙ্গে–চুরে ছড়িয়ে–ছিটিয়ে রাখা হয়েছে মেঝেতে। এ ব্যাপারে জানতে চিকিৎসক নওশাদ আলীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়। এ হামলা কে চালিয়েছেন, জানতে চাইলে বলেন, হামলাকারী ব্যক্তিদের সবারই মুখ ঢাকা ছিল, ফলে কাউকে চিনতে পারেন নি।

এ ব্যাপারে জানতে চাইলে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন আজ বেলা ১১টার দিকে জানান, এ ব্যাপারে তাঁদের কেউ কোনো অভিযোগ করেননি। এমনকি কোনো খবরও দেয়নি পুলিশ এ ব্যাপারে কিছুই জানে না।

মঙ্গলবার বিকেলে একই ভাবে উপজেলার পচা মাড়িয়া গ্রামে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা যুব আওয়ামী লীগের সভাপতি মৌসুমী রহমানের বাড়িতে ভাংচুর চালানো হয়। দিনের বেলায় ওই ভাংচুরের ঘটনা ঘটলেও পুলিশ ঘটনার ২৪ ঘণ্টা পরও কিছু জানে না বলে জানিয়েছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button