সাংবাদিক তুহিন হত্যাকাণ্ড: ২৪ ঘণ্টার মধ্যে ৭ জন গ্রেপ্তার, নিরাপত্তা ব্যর্থতা স্বীকার জিএমপি কমিশনারের

নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরে চাঞ্চল্যকর সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে সাতজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৯ আগস্ট, ২০২৫) এক প্রেস ব্রিফিংয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার এই তথ্য জানান এবং নিরাপত্তা নিশ্চিত করতে না পারার ব্যর্থতার জন্য দুঃখ প্রকাশ করেন।
অদ্য ০৯ আগস্ট ২০২৫ তারিখ, দুপুর ১২টায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সভাকক্ষে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিএমপি কমিশনার ড. মো. নাজমুল করিম খান।
প্রেস ব্রিফিংয়ে কমিশনার জানান, গত ৭ আগস্ট রাতে গাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকায় সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যা করা হয়। এই নৃশংস হত্যাকাণ্ডে সরাসরি জড়িত সাতজন আসামিকে বাসন থানা ও মহানগর গোয়েন্দা পুলিশ যৌথ অভিযান চালিয়ে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ৮ জনের সম্পৃক্ততা পাওয়া গেছে বলে তিনি উল্লেখ করেন।
জিএমপি কমিশনার ড. নাজমুল করিম খান বলেন, হানিট্র্যাপ চক্রের সদস্যদের একটি অপরাধমূলক কর্মকাণ্ডের ভিডিও ধারণ করার কারণেই তুহিনকে হত্যা করা হয়েছে। তিনি বলেন, “যথার্থ নিরাপত্তা নিশ্চিত করতে না পারার কারণে আসাদুজ্জামান তুহিন হত্যার ব্যর্থতার জন্য আমি দুঃখ প্রকাশ করছি।” তিনি নিহত সাংবাদিকের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
উক্ত প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম (সেবা), উপ-পুলিশ কমিশনারবৃন্দ এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।



