সাতকানিয়ায় বিশেষ অভিযানে ৫১০ পিস ইয়াবা উদ্ধার, একজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: সাতকানিয়া (চট্টগ্রাম), ১২ আগস্ট ২০২৫, ১৫:৩০: গোপন সংবাদের ভিত্তিতে সাতকানিয়া থানার একটি বিশেষ অভিযানে ৫১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। চট্টগ্রাম জেলার পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুর নির্দেশনা ও সাতকানিয়া থানার ওসি মোঃ জাহেদুল ইসলামের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মোঃ সুজাউদ্দৌলার নেতৃত্বে দলটি কেওঁচিয়া ইউনিয়নের খুনীবটতল এলাকার কেওঁচিয়া ওবাইদিয়া ইসলামিয়া মাদ্রাসার গেটের পশ্চিম পাশে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে অভিযান চালায়।
গ্রেপ্তার ব্যক্তি আব্দুর রহমান (৪১)। তার পিতার নাম মৃত আব্দুস শুক্কুর ও মাতার নাম নেছাড়া বেগম। স্থায়ী ঠিকানা ক্যাম্প নং-২৪, লেদা; উপজেলা/থানা টেকনাফ; জেলা কক্সবাজার। গ্রেপ্তারের সময় তার কাছে ৫১০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
ঘটনার পর সাতকানিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ধারা ৩৬(১) সারণির ১০(ক) অনুযায়ী নিয়মিত মামলা (মামলা নম্বর-০৮, তারিখ ১২/০৮/২০২৫) রুজু করা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান; আদালতে দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত আসামি আইনের দৃষ্টিতে নির্দোষ গণ্য হবেন।



