অন্যান্যআইন, ও বিচারমানববন্ধন

রাউজানে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা

অপরাধ বিচিত্রা ডেস্ক: গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে রাউজান প্রেসক্লাবের উদ্যোগে প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার বিকেলে রাউজান জলিল নগরে প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ে আয়োজিত সভা শেষে চট্টগ্রাম–রাঙামাটি সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সাংবাদিকদের নিরাপত্তা ও বিচার দাবি

সভায় বক্তারা বলেন, সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। তারা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। দেশের বিভিন্ন স্থানে সাংবাদিক নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে, বক্তারা বলেন—সাংবাদিকদের ওপর হামলা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর আঘাত।

অংশগ্রহণকারী নেতৃবৃন্দ ও বিশিষ্টজন

সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি এম বেলাল উদ্দিন। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানা। বক্তব্য রাখেন সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ, শিক্ষক, প্রবাসী, সংবাদকর্মী ও শিক্ষার্থীরা। উপস্থিত ছিলেন—প্রদীপ শীল, এম জাহাঙ্গীর নেওয়াজ, এসএম ইউসূফ উদ্দিন, এম রমজান আলী, সাহেদুর রহমান মোরশেদ, জিয়াউর রহমান, মো. হাবিবুর রহমান, যীশু সেন, কামাল উদ্দিন হাবিবী, লোকমান আনছারী, শাহাদাত হোসেন সাজ্জাদ, আবিদ মাহমুদ, রতন বড়ুয়া, ইয়ার মোহাম্মদ, মো. হারুন, মোহাম্মদ জুয়েল সিকদার, মিলন বৈদ্য, সঞ্জয় বড়ুয়া, সানজিদা শারমিন প্রমুখ।

আহ্বান

বক্তারা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। সাংবাদিক হত্যা ও নির্যাতনের ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button