About us

০১। অপরাধ বিচিত্রা কি?

অপরাধ বিচিত্রা একটি সাপ্তাহিক পত্রিকা এবং সমাজের অভ্যতরিন এবং দৃশ্যমান অন্যায় ও দুর্নিতীর প্রতিবাদের একটি মাধ্যম।

০২। অপরাধ বিচিত্রা কেনো প্রতিষ্ঠা হল?

কুরআন ,হাদিসের আলোকে অন্যায় এর প্রতিবাদ করা এবং সৎ কাজে আহব্বান করা ইসলামের নির্দেশ। অপরাধ বিচিত্রা মূলত সকল অন্যায় এর প্রতিবাদের একটি সংগঠন। 

০৩। অপরাধ বিচিত্রা কি ভাবে কাজ করে? 

সমাজে প্রতিষ্ঠিত অন্যায় অবিচার ধর্ম ব্যবসার বিরুদ্ধে কতঘা বলতে গিয়ে যখন তীব্র প্রতিবন্ধকতা সৃষ্টি হল , প্রকৃরত অপরাধীর মুখোস উন্মোচনে অপরাধ বিষয়ক পতৃকার শুন্যতাই অপরাধ ব ইচিত্রার জন্ম দেয়। 

০৪। অপরাধ বিচিত্রা কের প্রতিষ্ঠা করেন?

-এস এম মোরশেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।

০৫। অপরাধ বিচিত্রা কখন প্রতিষ্ঠা পায়? 

প্রাথমিক ভাবে ১৯৯২ সালে অপরাধ বিচিত্রার পথ চলা শুরু হয়, বহুমাত্রিক অনুসন্ধানের মাধ্যমে জনসম্মুখে সার্বিক প্রচার ও প্রসার শুরু হয় ০৬ জুন ১৯৯৬ সালে।এই দিনই প্রথম পাঠ যোগ্য পত্রিকা হিসেবে গ্রাহক অপরাধ বিচিত্রা হাতে পায়। 

০৬। অপরাধ বিচিত্রা কোথায় অবস্থিত?

৮ মতিঝিল (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০।

০৭। বর্তমান অপরাধ বিচিত্রা।

বর্তমান বিশ্বে অপরাধের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। অপরাধ নির্মূল যোগ্য না হলেও নিয়ন্ত্রন যোগ্য। সমাজের প্রতিটি নাগরিককেই নিজে অন্যায় মুক্ত থাকা ও অন্যকে অন্যায় মুক্ত রাখা, সৎ কাজে উৎসাহ অসৎ কাজে নিরুৎসাহিত করা বা বিরত রাখা অর্থাৎ পারিবারিক, সামাজিক ও রাজনৈতিক জীবনে ইসলামি অনুশ্বাসনের অনুসরন ও পালন করে সমাজের অপরাধ প্রবনতা কমিয়ে নিয়ে আসাই অপরাধ বিচিত্রার লক্ষ।

Back to top button