Site icon Aparadh Bichitra

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ মইনউদ্দিন জুলফিকার এর ক্ষমতার এত দাপট কেন?

স্টাফ রিপোর্টার ঃ
সমুদ্র পরিবহন অধিদপ্তরের মইনউদ্দিন জুলফিকার (সার্ভেয়ার বরিশাল) এতই ক্ষমতার দাপট যে, তিনি ঢাকার সমুদ্র পরিবহণ অধিদপ্তরে নিয়মিত আনাগোনা তার পরও দৈনিক ১০/১৫টা জাহাজ সার্ভেয়ার করে বরিশাল জোনের সূত্রে প্রকাশ। তিনি কখনো সঠিক ভাবে ডিউটি পালন করে না। সদরঘাট থাকা অবস্থায় একই কান্ড মাঝে মধ্যে মনে চাইলে অফিস করে এ ব্যাপারে ২/৩ জনের সাথে যোগাযোগ করলে সবাই বলেছেন উনি বাসায় এবং প্রধান কার্যালয়ে বসে জাহাজের ফিট আনফিট সার্টিফিকেট দেয়, এবং সার্ভেয়ার করে। তার ঘটনাস্থল যাওয়ার দরকার হয় না। ইছা প্রজেক্ট একটা প্রকল্পের ৭ কোটি টাকার প্রকল্প পরিচালক ছিলেন, সেখানে উনি কাউকে তোয়াক্কা করতেন না বলে সূত্রে প্রকাশ। তবে ঐ প্রকল্পের টাকা দিয়ে ঢাকা সেন্টাল হাসপাতালের অপজিট একটা ফ্লাট ক্রয় করেছেন বলে অভিযোগ রয়েছে। এ ব্যাপারে তার সাথে যোগাযোগ করলে সে বলে, সরকার যেখানে দায়িত্ব দেয় একজায়গায় বসেই কাজ করলে হয়। বাড়ী ফ্লাট ক্রয় করছেন কি দিয়ে সেটা আমার একা নয়, সমুদ্র পরিবহণের অনেকেই প্লট/ফ্লাটের মালিক আমি গন্তব্যস্থানে না গিয়ে যদি কাজ করতে পারি সমস্যাটা কোথায়! তার এই এক ঘেয়েমি চাল চলনে আরো বহু অভিযোগ এসেছে পরবর্তীতে খোঁজ খবর নিয়ে বিস্তারিত লেখা হবে।