Site icon Aparadh Bichitra

কেমন করে কথা বলতে হবে আল্লাহর কাছ থেকে শিখি

 ১. কথা বলার পূর্বে সালাম দেয়া। নূরঃ ৬১ ২. সতর্কতার সাথে কথা বলা (কেননা প্রতিটি কথা রেকর্ড হয়) ক্বফঃ ১৮ ৩. সুন্দরভাবে ও উত্তমরূপে কথা বলা। বাক্বারাহঃ ৮৩ ৪. অনর্থক ও বাজে কথা পরিহার করা। নূরঃ ৩ ৫. কন্ঠস্বর নিচু করে কথা বলা। সূরা লুকমানঃ ১৯ হুজুরাতঃ ২ – ৩ ৬. বুদ্ধি খাটিয়ে কথা বলা। নামলঃ ১২৫ ৭. সঠিক কথা বলা ও পাপ মোচনের দোয়ার উন্মুক্ত করা আহযাবঃ ৭১ – ৭২ ৮. গাধার মত কর্কশ স্বরে কথা না বলা। লুকমানঃ ১৯ ৯. উত্তম কথা বলে শত্রুকেও বন্ধুতে পরিণত করা। হা- মীম সাজদাহঃ৩৪ ১০. উত্তম কথায় দাওয়াত দেয়া। হা- মীম সাজদাহঃ৩৪ ১১. ঈমানদারদের কথা ও কাজ এক হওয়া।ছফঃ ২ ১২. পরিবারের সদস্যদের প্রতি ক্ষমারনীতি অবলম্বন করা । আ’রাফঃ ১৯৯ ১৩. মেয়েরা পর পুরুষের সাথে আকর্ষণীয়ও কোমল ভাষায় কথা না বলা। আহযাবঃ ৩২ ১৪.মূর্খ ও অজ্ঞদের সাধ্যমত এড়িয়ে চলা। ফুরকানঃ ৬৩ আল্লাহ্ তাআলা আমাদের সবাইকে যেন তার উপর আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন!!