চট্টগ্রামের আনোয়ারায় নব নির্মিত নজিরিয়া মাদ্রাসা ও এতিমখানার শুভ উদ্বোধন সম্পর্ন

0
28

নিজস্ব প্রতিবেদক:

Advertisement

চট্টগ্রামের আনোয়ারায় উদ্বোধন হলো নবনির্মিত নজিরিয়া মাদ্রাসা ও এতিমখানা। ৪ জুলাই (বৃহস্পতিবার) বেলা বারোটায় চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের পারকি সমুদ্র সৈকত সংলগ্ন উত্তর পরুয়াপাড়া গ্রামে নব নির্মিত নজিরিয়া মাদরাসা ও এতিমখানার শুভ উদ্বোধন সম্পন্ন হয়েছে।

নজিরিয়া মাদরাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ আলম খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন স্থানীয় ইউপি সদস্য ও নজিরিয়া মাদরাসা পরিচালনা কমিটির অন্যতম সদস্য হাফেজ মোঃ ইসহাক।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিকছড়ি শাহনগর মদিনাতুল উলুম ইসলামিয়া মাদরাসার পরিচালক ও চট্টগ্রামের বিশিষ্ঠ ব্যবসায়ী মুফতি আবুল কালাম আজাদ। তিনি ধর্মীয় শিক্ষার গুরুত্বারোপ করে বলেন বর্তমান সময়ে ইসলামের প্রচার প্রসারে সমাজের ধর্মপ্রাণ মুসলমানদের এগিয়ে আসতে হবে।সেই সাথে অসহায়, এতিম যারা দ্বীনি শিক্ষা গ্রহণের আগ্রহী তাদের জন্য মসজিদ, মাদ্রাসার পাশাপাশি এতিমখানা তৈয়রি করে সহযোগিতার হাত বাড়াতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা সমাজসেবা অফিসার জনাব মিজানুর রহমান, রাঙ্গুনিয়া ইসলামপুর মাখযানুল উলুম মাদরাসার পরিচালক মাওলানা নুরুল আমিন।এসময় বক্তব্য রাখেন ফকিরপাড়া হাজী আবদুল গণী হিফজুল কুরআন মাদ্রাসার পরিচালক জনাব মাওলানা হাফেজ মোঃ হারুন। অন্যান্যদের মাঝে উপস্থিত আরো ছিলেন হাজী মাওলানা মোঃ ইউনুচ, মোঃ ফারুক, হাফেজ মুনির উদ্দিন, নুরুল আজিম, ইন্জিনিয়ার মোঃ ইয়াছিন, এমএ মাবুদ, মাওলানা মুজিবুর রহমান, আবদুল্লাহ আল মামুন, সোহাইলুল আলম ও আরিফুল হাসান প্রমূখ।

উল্লেখ্য যে, চট্টগ্রামের স্বেচ্ছাসেবী সংগঠন নীডি ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব মোঃ আলম খাঁন তার নিজস্ব জায়গায় তার মরহুম পিতা নজির আহমদের নামে উক্ত প্রতিষ্ঠানটি নির্মাণ করেন।এলাকায় দ্বীনি শিক্ষার প্রসার ও অনগ্রসর এতিম শিক্ষার্থীদের ইসলামী শিক্ষার দিকে আগ্রহী করতে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here