হোসেন সম্প্রতি মহাব্যবস্থাপক হিসেবে পদোন্নতি পেয়ে অগ্রণী ব্যাংকের চট্টগ্রাম সার্কেলে যোগদান করেছেন। তিনি ব্যাংকার্স রিক্রুটমেন্ট কমিটির (বিআরসি) মাধ্যমে ১৯৮৮ সালে সিনিয়র অফিসার হিসেবে অগ্রণী ব্যাংকে যোগ দেন।এর আগে তিনি সাফল্যের সঙ্গে ব্যাংকের বিভিন্ন অঞ্চল ও করপোরেট শাখার প্রধান, সার্কেল উপমহাব্যবস্থাপক এবং প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি সর্বশেষ প্রধান কার্যালয়ের পাবলিক রিলেশনস ডিভিশনের উপমহাব্যবস্থাপক পদে কর্মরত ছিলেন। আবিদ হোসেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পেশাগত কাজে তিনি বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন এবং ব্যাংকিং-বিষয়ক সেমিনারে অংশগ্রহণ করেছেন। —বিজ্ঞপ্তি