ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরাম (আইবিসিএফ) ৫১তম সভা ৩০শে জুলাই, ২০১৭ বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) এর সভাকক্ষে ফোরামের এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর চেয়ারম্যান জনাব আরা¯ুÍ খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভাপতি তার ভাষনে ইসলামী ব্যাংকিং-এ তারুল্য সমস্যা সমাধানে নতুন নতুন ইন্সট্রমেন্ট উদ্ভাবনের উপর গুরত্ব আরোপ করেন। এছাড়া তিনি বাংলাদেশে সুকুক চালু করার বিষয়ে ইসলামী ব্যাংকগুলোকে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফোরামের ভাইস-চেয়ারম্যান এ কে এম নূরুল ফজল বুলবুল, সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড-এর ভাইস-চেয়ারম্যান জনাব মোঃ সাইদুর রহমান, এক্রিম ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ড. মুহাম্মদ হায়দার আলী মিঞা, শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ফারমান আর চৌধুরী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোঃ আলী, বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) এর সেক্রেটারী জেনারেল মোঃ আব্দুর রহমান সরকার, সাউথইষ্ট ব্যাংক লিমিটেড-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, মোহাম্মদ গোফরান, ইউনিয়ন ব্যাংক লিমিটেড-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ সালেহ, আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড-এর উপব্যবস্থাপনা পরিচালক কাজী তৌহিদুল আলম এবং সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড-এর উপব্যবস্থাপনা পরিচালক মোঃ ইউনুস আলী।