রিপোর্টার নানা : গতকাল বৃহস্পতিবার সকাল ১২.১০ টায় বিএনপির পক্ষ থেকে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে ঈদ শুভেচ্ছা কার্ড প্রেরণ করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ঈদের শুভেচ্ছা কার্ড আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা’কে ৩ সদস্যের প্রতিনিধি দল ধানমন্ডি ৩/১ আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে পৌঁছেছেন। ৩ সদস্যের প্রতিনিধি দলে ছিলেন বিএনপির সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, মুহাম্মদ মুনির হোসেন, বেলাল আহমেদ। আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা কার্ড গ্রহণ করেন আওয়ামী লীগের সাবেক সহ সম্পাদক (দপ্তর) কেন্দ্রীয় উপ-কমিটি মোঃ সেকান্দার আলী মোল্লা, এইচ.এম. মিজানুর রহমান জনী, সাইদুল করিম হেমায়েত প্রমুখ।