আজ বিএনপি’র ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী

0
524

রিপোর্টার নানা : আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী। ১৯৭৮ সালের ১লা সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে দলটির আত্মপ্রকাশ ঘটে। এই দিন রাজধানীর রমনা রেস্তোরায় দলের আনুষ্ঠানিক ঘোষণা দেন প্রেসিডেন্ট জিয়া। দল প্রতিষ্ঠার ৩৯ বছরের ইতিহাসে একটানা ৩৪ বছর দলের সাংগঠনিক দায়িত্ব পালন করছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া।
এবার ঈদের কারণে দলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী সংক্ষিপ্তভাবে পালন করার ঘোষণা দিয়েছে দলটি। পবিত্র ঈদ উল আযহা’র আগেরদিন প্রতিষ্ঠা বার্ষিকী হওয়ায় ঈদকে সামনে রেখে শুধুমাত্র বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকীর আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে দলটি। সকাল সাড়ে ৯টায় দলের নেতাকর্মীরা দলের প্রতিষ্ঠাতা মুক্তিযুদ্ধের ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফাতেহা পাঠ ও শ্রদ্ধার্ঘ নিবেদন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, খন্দকার মোশাররফ হোসেন, ড. মঈন খান, সিনিয়র যুগ্ম মহাসচিব, রুহুল কবির রিজভী, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, যুগ্ম মহাসচিব ও বিএনপি ঢাকা মহানগর দক্ষিণ এর সভাপতি হাবিব উন-নবী-খান সোহেল, সাধারণ সম্পাদক আবুল বাশার, বিএনপি ঢাকা মহানগর উত্তর এর সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান, চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, আমানউল্লাহ আমান, ড. জাহিদ, বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এ্যাড. আব্দুস সালাম, নির্বাহী সদস্য সেলিনা রহমান, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ,  সহ দলীয় অসংখ্য নেতাকর্মী।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here