আবদুল জব্বাররে মৃত্যুতে জনপ্রশাসন প্রতমিন্ত্রীর শোক প্রকাশ

0
441

ঢাকা, ৩০ আগস্ট
স্বাধীন বাংলা বতোর কন্দ্রেরে কণ্ঠ সনৈকি প্রখ্যাত সঙ্গীত শল্পিী আবদুল জব্বাররে মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছেনে জনপ্রশাসন প্রতমিন্ত্রী ইসমাত আরা সাদকি।
আজ এক শোকর্বাতায় প্রতমিন্ত্রী বলনে, আবদুল জব্বাররে গান স্বাধীনতা সংগ্রামে মুক্তযিোদ্ধাদরে ভীষণভাবে উদ্দীপ্ত ও অনুপ্রাণতি করছেলি। মুক্তযিুদ্ধরে পক্ষে বদিশেে জনমত তরৈতিওে অমূল্য ভুমকিা রাখনে এই কালজয়ী শল্পিী। তাঁর মতো একজন গুণী সঙ্গীত শল্পিীর মৃত্যুতে দশে ও জাতরি অপূরণীয় ক্ষতি হল।
তনিি মরহুমরে বদিহেী আত্মার মাগফরিাত কামনা করনে এবং শোকাহত পরবিাররে সদস্যদরে প্রতি গভীর সমবদেনা জানান।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here