আবারও একসঙ্গে অপূর্ব-মিথিলা

0
896

স্বামী গায়ক-অভিনেতা তাহসান খানের সঙ্গে বিচ্ছেদের পর অভিনয়ের কাজ বাড়িয়ে দিয়েছেন মিথিলা। ঈদের আগে থেকেই নিয়মিত কাজ করছেন। গেল ঈদে অপূর্বর সঙ্গে জুটি বেঁধে কয়েকটি নাটকে অভিনয় করেছেন। সেই ধারাবাহিকতায় আবারও জুটি বাঁধলেন এ দুই তারকা।

Advertisement

সম্প্রতি ‘নীল ফড়িংয়ের’ গল্প শিরোনামের নতুন একটি নাটকের কাজ শুরু করেছেন তারা। নাটকটি পরিচালনা করছেন মেহেদী হাসান জনি।

এতে অভিনয় প্রসঙ্গে অপূর্ব বলেন, নাটকের গল্পটি আমার ভালো লেগেছে। এ পরিচালকের বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছি। আগের কাজগুলো ভালো হয়েছে। আশা করছি এ নাটকটিও দর্শকদের পছন্দ হবে।

মিথিলা বলেন, আগেও একই পরিচালকের চিরকুটের শব্দ নামে একটি নাটকে অভিনয় করেছি। ভালো ছিল কাজটি। এ নাটকের গল্পও সুন্দর। আশা করছি ভালো কিছু হবে।

চলতি সপ্তাহের শেষের দিকে নাটকটির শুটিং শুরু হবে বলে নির্মাতা জানিয়েছেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here