বিএসটিআই এর লাইসেন্স ছাড়া অবৈধভাবে বিভিন্ন খাদ্যদ্রব্য (চানাচুর, দুধ, জুস) উৎপাদনের অভিযোগে আবুল খায়ের গ্রুপের প্রতিষ্ঠান আবুল খায়ের কনজ্যুমার প্রোডাক্টস লিঃ কোম্পানীকে ৫ লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমান আদালত। আজ বুধবার দুপুর সাড়ে ১১ টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত বায়েজীদ বোস্তামী রোড, নাসিরাবাদ চট্টগ্রাম এলাকায় আবুল খায়ের গ্রুপের প্রতিষ্ঠানে র্যাব-৭ এ অভিযান পরিচালনা করে।
ভ্রাম্যমান আদালতের অভিযানে নেতৃত্ব দেয়া র্যাবের সিনিয়র অফিসার লেঃ কমান্ডার আশেকুর রহমান এ খবর নিশ্চিত করেছেন।তিনি জানান, অবৈধভাবে বিএসটিআই’র অনুমোদনবিহীন নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন ও বিক্রয় রোধকল্পে র্যাব প্রতিনিয়ত মোবাইল কোর্ট পরিচালনা করে মানুষকে এধরনের বিপদ থেকে মুক্ত করে ব্যপক প্রশংসা অর্জন করেছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে মহানগরীর চট্টগ্রাম মহানগরীর ২৪৫/২৭৯ বায়েজীদ বোস্তামী রোড, নাসিরাবাদ চট্টগ্রাম এলাকায় আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে জনসাধারণকে ঠকানোর উদ্দেশ্যে বিএসটিআই এর লাইসেন্স ছাড়া অবৈধভাবে বিভিন্ন খাদ্যদ্রব্য (চানাচুর, দুধ, জুস) উৎপাদন করে বিক্রয় করছে “আবুল খায়ের কনজ্যুমার প্রোডাক্টস লিঃ কোম্পানী” ।
র্যাবের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আনিসুর রহমান এবং বিএসটিআই, ফিল্ড অফিসার ফারহানা জাহান পারুলের সহায়তায় মোবাইল কোর্ট পরিচালনা করে বিএসটিআই অধ্যাদেশ (৩৭) ১৯৮৫ (সংশোধনী ২০০৩) এর ১৯ ধারা ও ভোক্তা অধিকার আইনের-৫২ ধারা মোতাবেক “আবুল খায়ের কনজ্যুমার প্রোডাক্টস লিঃ কোম্পানী” এর সার্বিক ম্যানেজার মোঃ নজরুল ইসলমকে ২ লাখ ইনচার্জ কনডেন্টস মিল্ক এন্ড জুস এফএম আহম্মেদ আলীকে ১ লাখ ৫০ হাজার ও প্রোডাকশন ম্যানেজার মোঃ বকুল মিয়াবে ১ লাখ ৫০ হাজার টাকাসহ ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়।
আদায়কৃত অর্থ সরকারী কোষাগারে জমা দেয়া হয়েছে বলে জানান এ র্যাব কর্মকর্তা।