২৩ আগস্ট ২০১৭, বুধবার আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিঃ এর পরিচালক পর্ষদের ৩১২তম সভা ব্যাংকের প্রধান কার্যালয় বোর্ডরুমে অনুষ্ঠিত হয়। পর্ষদের চেয়ারম্যান আলহাজ্জ আব্দুস সামাদ লাবু -এর সভাপতিত্বে সভায় ব্যাংকের সার্বিক ব্যবসা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং বিভিন্ন নীতিগত সিদ্ধান্ত বিশ্লেষণ করা হয়।
সভায় পর্ষদের সদস্য আলহাজ্জ হাফেজ মোঃ এনায়েত উল্যা, আলহাজ্জ সেলিম রহমান, আলহাজ্জ আব্দুল মালেক মোল্লা, আলহাজ্জ মোঃ আনোয়ার হোসেন, আলহাজ্জ ইঞ্জি. খন্দকার মেসবাহ উদ্দিন আহমেদ, আলহাজ্জ এ. এন. এম. ইয়াহিয়া, আলহাজ্জ নিয়াজ আহমেদ এবং ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান অংশগ্রহণ করেন। এ সময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ এবং কোম্পানি সচিবসহ সংশ্লিষ্ট নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।