আয়কর দিতে উৎসাহ দিচ্ছেন জাহিদ ও মৌসুমী

0
932

সবাইকে আয়কর দেওয়ার জন্য নানাভাবে উৎসাহিত করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সমাজের নানা স্তরের ব্যক্তিদের নিয়ে চলছে প্রচারণা। আর এই আহ্বান যদি টিভি ও চলচ্চিত্রের তারকারা জানান, তাহলে আরও বেশি কার্যকর হওয়ার সম্ভাবনা আছে। এমনটা মনে করে ‘আয়কর মেলা’ উপলক্ষে একটি প্রচারণামূলক নাটক তৈরি হচ্ছে। এই নাটকে অভিনয় করছেন জাহিদ হাসান ও মৌসুমী। তাঁদের সঙ্গে আরও আছেন রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমান।

Advertisement

জানা গেছে, এই নাটকের মাধ্যমে জাহিদ হাসান ও মৌসুমী সবাইকে আয়কর দেওয়ার জন্য আহ্বান জানাবেন। নাটকটি পরিচালনা করছেন পারভেজ আমিন। গতকাল শনিবার আর আজ রোববার রাজধানীর এফডিসির ৯ নম্বর ফ্লোরে নাটকটির শুটিং হয়েছে।

১ নভেম্বর থেকে সারা দেশে শুরু হবে আয়কর মেলা। ২০০৮ সাল থেকে এই মেলার আয়োজন করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

জনসচেতনতামূলক এই কাজে যুক্ত হতে পেরে খুশি চিত্রনায়িকা মৌসুমী। বললেন, দেশবাসীকে আয়কর দেওয়ায় উৎসাহিত করার জন্য কাজটিতে অংশ নিয়েছেন তিনি। জাহিদ হাসান তাঁর অন্যতম পছন্দের অভিনেতা। এবার তাঁকে সঙ্গে পেয়ে শুটিংয়ে দারুণ সময় কাটিয়েছেন।

পরিচালক পারভেজ আমিন জানান, সবাইকে আয়কর দিতে উৎসাহ দেওয়ার জন্য তৈরি হচ্ছে নাটকটি। নাটকের গল্পে তুলে ধরা হয়েছে, কর দেওয়া প্রত্যেক নাগরিকের দায়িত্ব, আর আয়কর দেওয়া জটিল কোনো প্রক্রিয়া নয়। আয়কর মেলা উপলক্ষে নাটকটি প্রচারিত হবে বিটিভিতে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here