ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর দ্বিতীয় এজেন্ট ব্যাংকিং আউটলেট ১৭ আগস্ট ২০১৭, বৃহস্পতিবার ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বেড়ীরহাট বাজারে উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও ডেভেলপমেন্ট উইংপ্রধান আবু রেজা মোঃ ইয়াহিয়া প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও আইসিটি উইংপ্রধান তাহের আহমেদ চৌধুরী। আরও বক্তব্য রাখেন এক্সিকিটিভ ভাইস প্রেসিডেন্ট ও এজেন্ট ব্যাংকিং ডিভিশনপ্রধান মোঃ মাহবুব আলম। ব্যাংকের খুলনা জোনপ্রধান মোঃ মাকসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোঃ ইয়াকুব আলী, এজেন্ট ইমরান এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী মোঃ ইমরান হোসেন, সমাজকর্মী শেখ জাহাঙ্গীর আলম, ধুলঝুরি হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ নিজাম উদ্দিন এবং চরনারাদিয়া হাইস্কুলের প্রধান শিক্ষক এস এম ওবায়দুর রহমান। স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।