স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী আলহাজ্ব মসিউর রহমান রাঙ্গা এমপি বলেছেন, ইসলামে জঙ্গিাবাদের ঠাই নাই। আল-কোরআন জঙ্গিবাদের শিক্ষা দেয় না। কোরআন একটি ইসলামী জীবন যাপনের পূর্ণাঙ্গ বিধান। আলকোরআন শান্তির বিধান। যেখানে শান্তির কথা রয়েছে। ইসলাম একটি শান্তির ধর্ম। এই ধর্মে কোথাও লেখা নেই মানুষ মেরে ধর্ম প্রচার কিংবা ধর্মে নিয়ে আসতে হবে। গতকাল শুক্রবার বিকেলে রংপুর টাউন হলে বাংলাদেশের একমাত্র সামাজিক দায়বদ্ধতা সেবামূলক সংগঠন বাংলার চোখ আয়োজিত আল-কোরআনের পথে প্রতিভার সন্ধানে হামদ, নাত, ক্বেরাত ও আযান প্রতিযোগীতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। আলকোরআন বুঝে পড়া এবং সেই অনুযায়ী আমল করে একটি শান্তিময় জীবন ও সমাজ গঠনের তরুণ প্রজন্মকে অনুরোধ করেন। বাংলার চোখ প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আলহাজ্ব মোঃ তানবীর হোসেন আশরাফীর সভাপতিত্বে এবং উদযাপন কমিটির সদস্য মোকাররম হোসেনের সঞ্চালনায় উক্ত অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক রংপুর পৌরসভার মেয়র ও মেয়র প্রার্থী এ কে এম আব্দুর রউফ মানিক, সনিক প্রাইম গ্র“পের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি অধ্যাপক ডাঃ আক্কাছ আলী সরকার, রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সহ-সভাপতি মঞ্জুর আহমেদ আজাদ, রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রির পরিচালক আলহাজ্ব এমদাদ হোসেন, রংপুর গ্র“পের উপ-ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আলম আল আমিন, বাংলার চোখের উপদেষ্টা আলহাজ্ব নুরুল হক মুন্না, রংপুরের সিনিয়র তথ্য অফিসার হুমায়ন কবীর। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে শুরু হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন প্রতিযোগিতা আয়োজক কমিটির আহবায়ক আলহাজ্ব মোঃ আলী আকবর বাদল। আলোচনা সভা শেষে বিজয়ীদের মাঝে স্বর্ণ পদক প্রদান করা হয়। অনুষ্ঠানের সার্বিক কর্মকান্ডে ছিলেন দুলাল, প্রতিযোগিতা আয়োজক কমিটির সদস্য সচিব মিজানুর রহমান মিজান প্রমুখ।