ইয়াবা উদ্ধার, বসুমতির ডিজিএমসহ তিনজন কারাগারে

0
1085

মাদক বেচাকেনার অভিযোগে বসুমতি আনোয়ারা সিটি প্রপার্টিজের ডিজিএম মো. শামসুল ইসলামকে আটক করে পুলিশ

Advertisement

চট্টগ্রামে বসুমতি আনোয়ারা সিটি প্রপার্টিজের উপমহাব্যবস্থাপকসহ (ডিজিএম) তিনজনের জামিন নামঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার ভোরে নগরীর আগ্রাবাদ এলাকা থেকে ইয়াবা ও মাদকসহ ওই তিনজনকে আটক করা হয় বলে দাবি করেছে পুলিশ। আটক তিন ব্যক্তি হচ্ছেন বসুমতি আনোয়ারা সিটি প্রপার্টিজের ডিজিএম মো. শামসুল ইসলাম, দেলোয়ার হোসেন ও জসিম উদ্দিন। সোমবার বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিমের আদালতে ওই তিনজনকে হাজির করা হয়। আদালতের বিচারক আবু সালেম মোহাম্মদ নোমান আটক তিনজনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মাদকদব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক লোকাশীষ চাকমা জানান, ৫০০  ইয়াবা বড়ি কেনাবেচা করার সময় ওই তিন ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়েছে। আবাসন ব্যবসার অন্তরালে তাঁরা ইয়াবা ব্যবসা করছিলেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here