ঈদকে সামনে রেখে সাভার ও আশুলিয়ায় সড়ক-মহাসড়কগুলোর দু‘ পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে সড়ক ও জনপদ বিভাগ

0
455

ঈদকে সামনে রেখে সাভার ও আশুলিয়ায় সড়ক-মহাসড়কগুলোর দু‘ পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে সড়ক ও জনপদ বিভাগ। সোমবার সকাল থেকে সাভার বাজার বাসস্ট্যান্ডের উভয় পাশে হর্কাসদের উচ্ছেদ করা হয়েছে। সড়ক ও পরিবহন মন্ত্রণালয়ের উপসচিব (নির্বাহী ম্যাজিস্ট্রেট) মাহবুবুর রহমান ফারুকীর নেতৃত্বে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড মহাসড়কের বাইপাইলে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এসময় মহাসড়ক দু‘টির দু‘ পাশে সকল অবৈধ স্থাপনা ভেঙ্গে দেওয়া হয়। এসময় এ কর্মকর্তা জানান, ঈদকে সামনে রেখে রাজধানী ঢাকা থেকে বহির্গমণের পথগুলোতে যানজট নিরসনের জন্য সড়কের দু‘ পাশের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্ত গৃহিত হয়েছে। সে সিদ্ধান্ত মোতাবেক ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার থেকে নবীনগর, নবীনগর-চন্দ্রা মহাসড়কের নবীনগর থেকে চন্দ্রা ও টঙ্গী-আশুলিয়া-ইপিজেড মহাসড়কের বাইপাইল থেকে আশুলিয়া বাজার পর্যন্ত সড়কের দুই পাশে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। পাঁচ দিনব্যাপি এ কমসূচী চরবে। কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৪, ২৫, ২৬ ও ২৮ আগস্ট পর্যন্ত এই উচ্ছেদ অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Advertisement

উচ্ছেদ অভিযানে এসময় উপস্থিত ছিলেন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাসহ সড়ক ও জনপদের উর্ধ্বতন কর্মকর্তারা।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here