উজিরপুর প্রতিনিধি ঃ উজিরপুরের বামরাইলে ফের দুধর্ষ চুরি সংঘঠিত হয়েছে। চোর আতঙ্কে এলাকাবাসী। জানা যায় উপজেলার বামরাইল ইউনিয়নের দঃমোড়াকাঠী গ্রামের সমিল ব্যবসায়ী সোহাগ সরদার খোলনা ব্যবসা প্রতিষ্ঠানের কাজ শেষ করে রাত ১১টায় বাড়ীতে গিয়ে ঘুমিয়ে পরে। গভীর রাতে চোরচক্ররা বসতঘরের পিছনের জানালার সিক ভেঙ্গে ভিতরে প্রবেশ করে আলমারী ভেঙ্গে নগদ ১ লক্ষ ৮০ হাজার টাকা এবং মুল্যবান কাগজ পত্রের ফাইল নিয়ে পালিয়ে যায়।