উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল বন্দরে একই রাতে ৩ ব্যবসা প্রতিষ্ঠানের তালা ভেঙ্গে গত বৃহষ্পতিবার রাতে নগদ অর্থসহ ৩ লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়েছে চোরচক্ররা। জানা যায় উপজেলার বামরাইল বন্দরের ব্যবসায়ী মকবুল শরীফের মাহিন ট্রেডার্সের তালা ভেঙ্গে নগদ ৩০ হাজার টাকা, সুমন ইলেক্ট্রনিক্স এর নগদ ৫ হাজার টাকা, ৭টি মোবাইল সেট, ১টি ল্যাপটপ এবং মামুন ফকিরের সিফাত মেডিকেল হল থেকে নগদ ৩০ হাজার টাকাসহ লক্ষাধিক টাকার ঔষধ লুটে নেয় চোরচক্ররা। স্থানীয় সুত্রে জানা যায় নৈশ প্রহরী আলাউদ্দিন বিশ্বাষ, অদুত হাওলাদার, জাহাঙ্গির সরদারের হেয়ালীপনায় এ চুরির ঘটনা সংঘঠিত হয়েছে। চোর আতঙ্কে বামরাইল বন্দর ব্যবসায়ীরা। এ ঘটনায় বন্দর ব্যবসায়ী কমিটির সাধারন সম্পাদক মোঃ মিরাজ ফরাজী জানান নৈশ প্রহরীদের হেয়ালীপনায় এ দুধর্ষ চুরি সংঘঠিত হয়েছে এবং ভবিষ্যতে আর কখনো দুধর্ষ চুরির ঘটনা সংঘঠিত না হতে পারে এ জন্য প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন। এব্যপারে উজিরপুর মডেল থানার এস.আই আলমঙ্গির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ও সত্যতা স্বীকার করেন এবং নৈশ প্রহরী ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।