উজিরপুর প্রতিনিধি ঃ উজিরপুরে জোর পূর্বক পুকুরের মাছ ধরে নিয়েছে সন্ত্রাসীরা। স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, জল্লা ইউনিয়নের বাহেরঘাট গ্রামের মৃত মুন্সি রফিজ উদ্দিনের ছেলে মুন্সি মজিবুর রহমান এর ভোগ দখলীয় চাষকৃত মাছের ঘের থেকে একই এলাকার মৃত বেলায়েত হোসেন হাওলাদারের ছেলে সন্ত্রাসী আলতাফ হোসেন হাওলাদারসহ কতিপয় সন্ত্র্রাসীরা ৪ সেপ্টেম্বর সকাল আনুমানিক সাড়ে ৬টায় সন্ত্রাসী বাহিনী নিয়ে বাহেরঘাট মৌজার ১২০৩ দাগের ১৫৮ শতাংশ জমির মাছের ঘের থেকে প্রায় লক্ষাধিক টাকার মাছ ধরে নিয়ে যায়। এ ব্যাপারে মুন্সি মজিবুর রহমান জানান, ঐ সন্ত্রাসীরা এর পূর্বেও জোর পূর্বক পানি সেচে মাছ ধরতে গেলে থানায় অভিযোগ দেয়ার কারণে থানা প্রশাসন মুন্সি রহমানের কাছে ঐ মেশিন পত্র জি¤œায় রাখে। কিন্তু তার পরও থেকে নেই সন্ত্রাসী বাহিনী। জোর পূর্বক মাছ ধরে নেয়ার কারণে এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়ে এবং সন্ত্রাসীদের বিচারের দাবী জানায়।