উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার দঃহারতা গ্রামে বিএনপি নেতা কালাম ফরাজির বিরুদ্ধে অভিযোগের অন্ত নেই। আতঙ্কে এলাকাবাসী। এ যেন এক মুর্তিয়মান আতঙ্ক দেখার কেউ নেই। স্থানীয় সুত্রে জানা যায় উপজেলার দঃহারতা গ্রামের মোবারেক ফরাজীর ছেলে প্রভাবশালী কালাম ফরাজী(৫০) এলাকায় ঘুম, খুন, ধষর্নের খবর পেলেই ছুটে গিয়ে অপরাধীদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে ঘটনার ধামাচাঁপা দেয়। এমনকি প্রশাসনের সাথে সুসম্পর্ক করে তাদের চোখকে ফাঁকি দিয়ে মাদক ব্যবসায়ীদের শেল্টার দাতা হয়ে হাতিয়ে নিচ্ছে লক্ষ, লক্ষ টাকা। মাদকসেবী ও ব্যবসায়ীরা গ্রেফতার হলে তাদেরকে থানা থেকে ছাড়িয়ে আনার কথা বলে পরিবারের কাছ থেকে মোটা অংকের টাকা আদায় করে। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার একাধিক ব্যক্তি জানিয়েছেন দাঙ্গাবাজ কালাম ফরাজী অন্যের জমি জোরপূর্বক দখল করা ও চাঁদাবাজী থেকে শুরু করে এলাকায় বিভিন্ন কূকর্মের সাথে জড়িত। ভয়ে মুখ খুলছেনা এলাকার সাধারনরা। পুরো এলাকা জুরে তার প্রভাব ঘাটিয়ে রিতিমত শালিষির নামে সহজ সরল মানুষদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। আরও জানা যায় ঐ প্রভাবশালী একাধিক নারি কেলেংকারীর সাথে জড়িত রয়েছে। এলাকার সাধারনরা ঐ প্রভাবশালী চাঁদাবাজের খপ্পর থেকে রেহাই পেতে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।