উজিরপুরে অগ্নিকান্ডে ৫টি দোকান ভস্মিভূত, ১২ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন

0
574

উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে উপজেলার গুঠিয়া ইউনিয়নের বানকাঠি বটতলা বন্দরে আঃ হাই মাকের্টে গত রবিবার রাত সাড়ে ১০ টায় বিদ্যুতের শর্কসার্কিট হয়ে আগুন লেগে ৫ টি দোকান ভস্মিভূত হয়েছে। এসময় মার্কেটের পাশের বাড়ীর শাহালম খাঁন ও  তোফাজ্জেল খাঁন আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে ডাকচিৎকার করলে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রন করেন। এরই মধ্যে ৫টি ব্যবসা প্রতিষ্ঠান পুরে ছাই হয়ে যায়। ভুক্তভোগী সুত্রে জানা যায় আগুনে পুরে মার্কেটের ব্যবসায়ী তারেক খাঁনের ফার্মেসীর ২ লক্ষ টাকার মালা-মাল, তোফাজ্জেল খাঁনের ফার্নিচারের দোকানে ৩ লক্ষ টাকার মালা-মাল, ফারুখ হাওলাদারের পল্ট্রি দোকানের ১ লক্ষ ৫০ হাজার টাকার মালা-মাল, নুরে আলম হাওলাদারের মুদি দোকান ও গোডাউনের ৪ লক্ষ টাকার মালা-মাল, মিরাজ খাঁেনর ফার্নিচার দোকানের ১ লক্ষ ৫০ হাজার টাকার মালা-মাল পুরে ছাই হয়ে যায়। এতে ১২ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে বলে জানা যায়। এ ঘটনা মার্কেটের মালিক সাইফুল ইসলাম(মাষ্টার) খবর পেয়ে উজিরপুর মডেল থানায় অবহতি করেন। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সত্যতা স্বীকার করেন।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here