উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভূমিদস্যু সন্ত্রাসীরা জোরপূর্বক দোকান ঘর উত্তোলন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সুত্রে জানা যায় আগৈলঝাড়া উপজেলার মোল¬াপাড়া গ্রামের গোবিন্দ লাল চৌধুরীর সাথে উজিরপুর উপজেলার জল¬া ইউনিয়নের কারফা গ্রামের একাধিক মামলার আসামী ঝন্টু লাল হালদার ওরফে ব্যারিস্টার কানাই এর সাথে জমি নিয়ে র্দীঘদিন যাবৎ মামলা চলমান রয়েছে। মামলায় জজকোর্ট,হাইকোর্ট,সুপ্রিমকোর্ট এর রায় গোবিন্দ লালের পক্ষে হয়। ঐ রায়ের চুড়ান্ত ডিগ্রির জন্য নিম্ন আদালতে বিচারাধীন রয়েছে এবং স্ব স্ব অবস্থানে থাকার জন্য ২৫ জুলাই কারফা মৌজায়,জেএল ২৭ এস.এ ৮৪ নং খতিয়ানে ৭১৬,৭১৮,৭১৯ ও ৭৭৫নং দাগের ২ একর ৬৩শতাংশ জমির উপর স্থিতিবস্থা বজায় রাখার নির্দেশ প্রদান করেন। নির্দেশনা পেয়ে ঝন্টু লাল গংরা বিভিন্ন ভাবে জমি দখল করার জন্য ও মামলা তুলে নেয়ার জন্য গোবিন্দকে হুমকী প্রদান করে। এ ব্যপারে গোবিন্দ লাল চৌধুরী আদালতের নির্দেশ বজায় রাখার জন্য উজিরপুর মডেল থানায় ৪ আগষ্ট একটি সাধারন ডায়েরী দায়ের করেন। ৫ আগষ্ট সকালে আদালতের নির্দেশ অমান্য করে ঝন্টু লাল হালদার,বিমল,অমল ও নির্মল চন্দ্র হালদার মিলে একদল সন্ত্রাসী নিয়ে জোরপূর্বক দোকান ঘর উত্তোলন করেন। গোবিন্দ সংবাদকর্মীদের জানান আদালতের নির্দেশনা উপেক্ষা করে ঘর উত্তোলন করছে ঝন্টু লাল হালদার গংরা।অভিযুক্ত ঝন্টু লাল হালদার জানান কাঠের ঘর উত্তোলন করেছ্ িকোন নিষেধাজ্ঞা নেই তবে আদালতের স্টাটাসকোর নোটিশ পেয়েছি।