উজিরপুর প্রতিনিধিঃ উজিরপুরে একই দিনে শিশু ধর্ষন ও প্রতিবন্ধী ধর্ষনের চেষ্টার ঘটনায় পৃথক পৃথক মামলা দায়ের। গ্রেফতার ১। এব্যাপারে ৯ জুন উজিরপুর মডেল থানায় ২টি মামলা দায়ের করা হয়েছে। মামলা সুত্রে জানা যায় উপজেলার জল্লা গ্রামের রসময় মজুমদারের ৬ বছরের শিশু কন্যাকে একই গ্রামের জগদীশ মজুমদারের লম্পট ছেলে অন্তর মজুমদার(১৪) গত ৬ আগষ্ট বিকেল ৪ টায় বিভিন্ন প্রলোভন দেখিয়ে শিশুর বসতবাড়ীর দঃ পাশে ব্লকমেশিনের ঘরে ভিতর ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষন করেছে। শিশুটির শারীরিক অবস্থা অসুস্থ্যতা দেখা দিলে এবং ধর্ষনের ঘটনা তার মাকে জানালে তাকে প্রাথমিক চিকিৎসা করানো হয়। পরে ৮ আগষ্ট শিশুর অবস্থা বেগতিক হওয়ায় পুলিশের সহযোগীতায় উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। এব্যপারে শিশুর মাতা মনিকা মজুমদার(৩০) বাদী হয়ে অন্তর মজুমদারের বিরুদ্ধে ৯ আগষ্ট উজিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন। অপর দিকে ওটরা ইউনিয়নের তারাসিয়া গ্রমের রমেন রায়ের প্রতিবন্ধী মেয়ে(১৪) কে তার সরলতার সুযোগ নিয়ে জল্লা ইউনিয়নের মুন্সিরতাল্লুক গ্রামের তোরফান মল্লিকের লম্পট ছেলে ইলিয়াস মল্লিক(৪০) ৯ আগষ্ট সকাল ১১ টায় বসত ঘরে ঢুকে একা পেয়ে তাকে জোর পূর্বক ধর্ষনের চেষ্টা করে। এসময় এলাকাবাসী দেখতে পেয়ে পুলিশকে অবহতি করে। পরে উজিরপুর মডেল থানার এস.আই মোস্তফা কামাল বিকেলে লম্পট ইলিয়াসকে গ্রেফতার করেন। এব্যপারে প্রতিবন্ধীর পিতা রমেন রায় বাদী হয়ে একই দিনে উল্লেখ্য লম্পট ইলিয়াসের বিরুদ্ধে মামলা দায়ের করেন। উজিরপুর মডেল থানার ওসি তদন্ত হেলাল উদ্দিন জানান ধর্ষন ও ধর্ষনের চেষ্টায় ২টি মামলা হয়েছে। ইতিমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে অন্য আসামীকে গ্রেফতারের জন্য অভিযান অব্যহত রয়েছে।