উজিরপুরে চলছে মা ইলিশ নিধনের মহোৎসব, প্রশাসন নিরব

0
546

উজিরপুর প্রতিনিধি ঃ বরিশালের উজিরপুরে চলছে মা ইলিশ নিধনের মহোৎসব। প্রশাসনের দায়সারা অভিযান। ৬ অক্টোবর সরেজমিনে ঘুরে দেখা যায়, উপজেলার সন্ধ্যা নদীর লস্করপুর, চথলবাড়ি, নরসিংহা, পরমানন্দসাহা, চরমলঙ্গাসহ বিভিন্ন স্থানে শতাধিক ডিঙ্গি নৌকা ইলিশ ধরার জাল ফেলে বসে আছে। যদিও মাঝে মাঝে সরকারি ভাবে একটি ট্রলার মহড়া দিলেও একপ্রান্ত থেকে অপর প্রান্তে যেতে না যেতেই শতশত ইলিশ ধরা পড়ছে জেলেদের জালে। স্থানীয়রা জানান, সরকারি ভাবে কড়াকড়ি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও একশ্রেণির লোভি জেলেরা নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরছে। এমনকি দুপুর ২টায় সন্ধ্যার পরে ৮টায় ভোররাত ৪টায় প্রশাসনকে ফাঁকি দিয়ে অবাধে এ মা ইলিশ নিধন করছে। স্থানীয়রা আরো জানান, সরকারি একটি ট্রলার মাঝে মাঝে দিনের বেলায় একবার এবং রাতে ২/১ বার অভিযান পরিচালনা করে। এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, আমাদের বরাদ্দ কম এবং একটি মাত্র ট্রলার ও জনবল কম, তা দিয়ে অভিযান চালানো কষ্টসাধ্য।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here