উজিরপুর প্রতিনিধি ঃ উজিরপুরে জাতীয় কন্যা শিশু ও বাল্য বিবাহ নিরোধ দিবস উপলক্ষ্যে ব্যাপক আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘‘কন্যা শিশুর জাগরণ আনবে দেশে উন্নয়ন’’-এই প্রতিপাদ্য বিষয় নিয়ে সকাল ৯টায় বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে একটি র্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে শেষ হয়। পরে উপজেলা সভাকক্ষে নির্বাহী কর্মকর্তা ঝুমুর বালার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল, উপজেলা আ’লীগের সভাপতি এস,এস জামাল হোসেন, পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারী, সহকারী কমিশনার (ভূমি) রুম্পা সিকদার, ভাইস চেয়ারম্যান রন্টু বাইন, সীমা রানী শীল, মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জাহানসহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকর্তা।