উজিরপুর প্রতিনিধিঃ উজিরপুরে ধামুরা ক্ষুদ্র বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও ইজারাদার কালাম খানের দোকানে দুর্ধর্ষ চুরি। গতকাল শুক্রবার গভীর রাতে মেসার্স খান ফার্মেসী, গ্রামীণ কাষ্টমার কেয়ার ও বিকাশসহ বিভিন্ন ডিলাম সম্বলিত দোকানের টিনের বেড়া কেটে চোর ভিতরে ঢুকে টাকার ড্রয়ার ভেঙ্গে বিকাশের ২ লক্ষ ৩৮ হাজার টাকা, বিভিন্ন কোম্পনীর ৮৫টি সীম এবং ডাটাও মিনিট কার্ড এর ৩০ হাজার টাকাসহ মোট ৩ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়। শুক্রবার সকাল ৮টায় দোকানের প্রোপাইটার কালাম খানের ছেলে স্বপন খান দোকান খুলে পিছনের দরজা খোলা দেখতে পায়। পরে উজিরপুর থানা পুুলিশকে বিষয়টি অবহিত করলে এস,আই জসিম উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে কালাম খান জানান, আমার দোকানে বিকাশ, কাষ্টমার কেয়ার, সীম বিক্রি এবং ঔষদের ফার্মেসীসহ বিভিন্ন কোম্পানীর ডিলারশিপ রয়েছে। এ কারণে দোকানে বিভিন্ন সময় নগদ টাকাসহ গুরুত্বপূর্ণ জিনিস রাখা হয়। এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করি।