উজিরপুরে বাদীকে ফাঁসাতে চাদাঁবাজীর অভিযোগ আতঙ্কে পরিবার

0
451

উজিপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বাদীকে ফাশাঁতে মিথ্যা নাটক সাজিয়ে থানায় চাদাঁবাজির অভিযোগ দায়ের করেছে আসামী পক্ষ বলে অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী সুত্রে জানা যায় বামরাইল ইউনিয়নের আটিপাড়া গ্রামের মৃত আবুল হাশেম খাঁনের ছেলে ব্যবসায়ী মিলন খাঁন(৪৫) কে পাশ্ববর্তী শিকারপুর ইউনিয়নের বরতা গ্রামের সন্ত্রাসী খায়রুল খাঁন(৩৫), লিমন খাঁন(৪০), সহিদ খানঁ(৪৫), মাহমুদ খাঁন(৩৮) মিলে গতকাল জয়শ্রী বন্দরে প্রকাশ্যে মামলা তুলে নেয়ার হুমকী দেয় এবং অচিরেই মামলা তুলে না নিলে নারী নির্যাতনসহ বিভিন্ন মামলা দেয়া হবে। এমনকি তাদের ভয়ে এলাকা ছেড়ে পালিয়ে থাকতে মিলনকে। আতঙ্কে ব্যবসায়ীর পরিবার। ঐ সন্ত্রাসীদের ভয়ে মুখ খুলছেনা এলাকাবাসী। উলে¬খ্য ১৩ আগষ্ট সকাল ১১ টায় পূর্ব শত্র“তার জের ধরে উলে¬খ্য বিএনপি ও জামায়াত নেতারা রামদা ও লাঠি শোঠা নিয়ে ব্যবসায়ী মিলন খাঁেনর উপর হামলা চালিয়ে  তাকে গুরুতর আহত করেছে। এ নিয়ে তাদের বিরুদ্ধে বাদী হয়ে মিলন খাঁন উজিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন। পরে থানা পুলিশ কয়েকজন আসামীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করে। আসামীরা জামিনে এসে বাদী মিলঁন খানকে মামলা তুলে নেয়ার কথা বলে। এতে রাজী না হলে প্রানে মেরে ফেলার হুমকী দেয়। এ ব্যপারে মিলন খাঁন আরও জানান সন্ত্রাসীরা আমাকে মারধর করে গুরুতর আহত করেছে এ নিয়ে তাদের বিরুদ্ধে মামলা করায় ক্ষিপ্ত হয়ে আমাকে প্রাননাশের হুমকী দিচ্ছে এবং উল্টো ফাশানোর জন্য মিথ্যা নাটক সাজিয়ে আমার বিরুদ্ধে থানায় চাদাঁবাজীর অভিযোগ দেয়া হয়েছে। ব্যবসায়ী ও তার পরিবার ঐ সন্ত্রাসীদের হাত থেকে রেহাই পেতে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেন।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here