উজিরপুর প্রতিনিধিঃ উজিরপুরে ব্যপক আয়াজনে জাতীয় শ্রমিকলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী,আলোচনা সভা, মিলাদ মাহফিল এবং কেক কাটার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। গতকাল বৃহষ্পতিবার সকাল ১০টায় শ্রমিকলীগের কুমার বাড়ী উপজেলা কার্যালয়ে কেক কেটে কার্যক্রম শুরু করেন। পরে একটি র্যালী বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে অফিস কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম জামাল হোসেন, সাধারন সম্পাদক আঃ মজিদ সিকদার বাচ্চু,সহ সভাপতি অশোক কুমার হাওলাদার, সাংগঠনিক সম্পাদক ও ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, প্রচার সম্পাদক খবির উদ্দিন, যুবলীগের সভাপতি ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, সেচ্ছাসেবকলীগের সভাপতি কামাল হোসেন সবুজ, শ্রমিকলীগের আহবায়ক আনোয়ার হোসেন খাঁন, যুগ্ন আহবায়ক শিপন মোল¬া, পৌর শ্রমিকলীগের সভাপতি শাহে আলম সিকদার, ছাত্রলীগ সভাপতি অসীম ঘরামী, মহিলা আওয়ামীলীগ নেত্রী বিউটি খানম, নাজনিন আক্তারসহ বিভিন্ন শ্রমিকলীগের নের্ত্ববৃন্দ।